দিল্লি, 6 এপ্রিল : কোরোনা পরিস্থিতির মোকাবিলায় এবার সাংসদ-মন্ত্রীদের একবছরের ভাতার 30 শতাংশ যাবে ত্রাণ তহবিলে । আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানানো হয়েছে । সংসদীয় আইনের(1954 )সংশোধনী অনুযায়ী, ভাতা ও পেনশনের 30 শতাংশ কাটার এই অধ্যাদেশ 1 এপ্রিল থেকেই লাগু হয়েছে ।
ইতিমধ্যেই দেশজুড়ে কোরোনায় আক্রান্ত হয়ে একশোরও বেশি জনের মৃত্যু হয়েছে । আক্রান্তের সংখ্যা 3 হাজার ছাড়িয়েছে । এই পরিস্থিতিতে মন্ত্রী ও সাংসদরা এবার তাঁদের একবছরের বেতনের 30 শতাংশ দান করবেন ত্রাণ তহবিলে । আজ একথা জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।