পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আতঙ্ক : ইট্যালিতে ভারতীয়দের ভ্রমণে বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দূতাবাসের - travel restrictions in italy

ইট্যালিতে কোরোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে মোট 7 হাজার 375 জনে ৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 350 জনেরও বেশি ।

Indian consulate in Italy
ইট্যালিতে ভারতীয় নাগরিকদের ভ্রমণ বিধিনিষেধ মেনে চলার নির্দেশ কনসুলেটের

By

Published : Mar 9, 2020, 10:56 PM IST

মিলান, 9 মার্চ : ইট্যালিতে দিন দিন বাড়ছে কোরোনার প্রকোপ ৷ কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে ইট্যালির মিলানে ভারতীয় দূতাবাসের তরফে সতর্কতা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যেসব এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে সেখানে ভারতীয়দের ভ্রমণে বিধিনিষেধ মেনে চলতে হবে এবং প্রোটোকল অনুসরণ করতে হবে ।

মিলানে ভারতীয় কনসুলেট জেনেরাল টুইট করেন, " লম্বার্ডি, মোডেনা, পারমা, পিয়াসেনজ়া, রেজিও এমিলিয়া, রিমিনি, ভেনিস, পাদুয়া, ট্রেভিসো, আস্তি, অ্যালেসান্দ্রিয়া, নোভারা, ভার্বানো কুসিও ওসোলা এবং ভেরসেলিতে লাল সতর্কতা জারি হয়েছে ৷ সমস্ত ভারতীয় নাগরিককে নির্দেশ দেওয়া হচ্ছে, ভ্রমণ বিষয়ক নিষেধাজ্ঞাগুলি মেনে চলার এবং প্রোটোকল অনুসরণ করার ৷ "

এরপর আরও একটি টুইট লেখা হয়, " ভারতীয় নাগরিকরা দয়া করে স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করুন ৷ স্থানীয় ইট্যালিয় কর্তৃপক্ষের জারি করা পরামর্শগুলি অনুসরণ করুন । যে কোনও জরুরি অবস্থার জন্য কনসুলেটকে +39 3881647527 এবং দূতাবাসের +39 3316142085 নম্বরে কল করুন ৷ "

এদিকে ইট্যালিতে কোরোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে মোট 7 হাজার 375 জনে ৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 350 জনেরও বেশি ।

ইট্যালিতে আটকে রয়েছেন 85 জন ভারতীয় পড়ুয়া ৷ এঁরা সকলেই পাভিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৷ এঁদের মধ্যে অনেকেই দেশে ফেরার টিকিট কেটেছিলেন ৷ কিন্তু, ইট্যালিতে কোরোনার খবর প্রকাশ্যে আসার পর বাতিল করা হয়েছে বিমান পরিষেবা ৷ পাশাপাশি ইরানেও কোরোনা আতঙ্কে আটকে রয়েছেন বেশ কয়েকজন ভারতীয় ৷ তাঁদের ইতিমধ্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইটে ইরান থেকে তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন ৷ এদিকে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে কোরোনায় মৃত্যু হয়েছে 3,800 জনের । আক্রান্ত প্রায় 1 লাখ 9 হাজার মানুষ । ভারতে কোরোনায় আক্রান্তের সংখ্যা 45 ৷ পাকিস্তানে কোরোনায় আক্রান্তের সংখ্যা 7 ।

ABOUT THE AUTHOR

...view details