মুম্বই, 17 মার্চ : কোরোনা সতর্কতায় ভিড় কমাতে এবার প্ল্যাটফর্ম টিকিটের দাম 400 শতাংশ বৃদ্ধি করল পশ্চিম ও কেন্দ্রীয় রেলওয়ে । 10 টাকা থেকে বাড়িয়ে টিকিটের দাম ধার্য করা হয়েছে 50 টাকা । পশ্চিম রেলওয়ের 6 টি বিভাগের 50 টি বড় স্টেশনে ইতিমধ্যেই টিকিটের দাম বাড়ানো হয়েছে ।
রেলের তরফে জানানো হয়েছে, মোট 250 টি স্টেশনে টিকিটের দাম বাড়ানো হয়েছে । কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ভিড় নিয়ন্ত্রনের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম রেলের এক আধিকারিক ।
মঙ্গলবার থেকে থানে , দাদর, কল্যাণ, ও CSMT স্টেশনে ইনফ্রারেড থার্মোমিটারের ব্যবস্থা রাখা হয়েছে । যেখানে যাত্রীরা স্বেচ্ছায় তাপমাত্রা পরীক্ষা করাতে পারবেন । রেলের তরফে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে কোরোনা মোকোবিলায় সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে ।