পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনার থাবা এবার কেন্দ্রীয় সরকারের ঘরে - প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

কোরোনা থেকে সুরক্ষিত নন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ অফিসাররাও। একের পর এক উচ্চপদস্থ অফিসার, যারা সম্প্রতি প্রধানমন্ত্রীসহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন, তারা কোরোনায় আক্রান্ত হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বদের সুরক্ষা।

Coronavirus
Coronavirus

By

Published : Jun 11, 2020, 7:43 PM IST

দিল্লি, 11জুন : সরকারি উচ্চপদস্থ কর্মীদের কোরোনা সংক্রমণে আক্রান্ত হওয়ারসংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতেই বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন কয়েকটিনিয়ম জারি করা হল।

এই নতুন নিয়মে একটি ঘরে দুই জনের বেশি অফিসার থাকতে পারবেন না এবংঅফিসে ডেপুটি সেক্রেটারির থেকে নিম্ন পদে মোট30জনের বেশি অফিসার ও কর্মচারী থাকতেপারবে না।

ডিসইনভেসমেন্ট সেক্রেটারি তুহিনকান্ত পান্ডে কোরোনা আক্রান্তহওয়ার পরই এই নিয়ম লাগু করা হয়। এর আগে গত সপ্তাহে প্রতিরক্ষা সচিব অজয় কুমারএবং কেন্দ্রীয় সরকারের প্রধান মুখপাত্র কে এস ধাতওয়ালিয়া কোরোনা সংক্রমিত হন।

টেক্সটাইল মন্ত্রকের তরফ থেকে জারি করা উদ্দেশ্যে বলা হয়, "সরকারি ভবনগুলিতে কোরোনা সংক্রমিত সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে।কর্মচারীদের সংক্রমণ থেকে রক্ষা করতে নিরাপত্তা বিধি কঠোরভাবে পালন করা প্রয়োজন।"

মন্ত্রকের এক কর্মচারী জানান,এক-দু'দিনের মধ্যেই অন্যান্য মন্ত্রকেও এইনির্দেশ জারি করা হবে।

এই নির্দেশে একটি ঘরে দুইজন কর্মচারীর বেশি ব্যক্তির উপস্থিতির উপরনিষেধাজ্ঞা জারির পাশাপাশি,যে সকল কর্মীরা বাস বা ট্যাক্সিতে করে অফিসে আসছেন কিংবা যাদেরবাড়ি কনটেইনমেন্ট জোনের আশেপাশে,তাদের অফিস আসা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি নির্দেশিকায়DIPAMকর্মীদের জানানো হয়েছে,স্যানিটেশনের জন্য আপাতত বিল্ডিংটিবন্ধ রাখা হবে। সেই নির্দেশিকা থেকেই জানা গিয়েছে ডিস ইনভেসমেন্ট সেক্রেটারিছাড়াও আরও দুই কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন।

তুহিনকান্ত পান্ডে ছাড়াও প্রতিরক্ষা সেক্রেটারি অজয় কুমার, PIBপ্রধান কে এসধাতওয়ালিয়া,অর্থ মন্ত্রকের নিম্ন সেক্রেটারি রিতা মাল,আইন ও বিচার মন্ত্রকের যুগ্মসেক্রেটারি নারায়ন রাও বাট্টু সম্প্রতি কোরোনা সংক্রমিত হয়েছেন। কেন্দ্রীয়মন্ত্রকের এতজন উচ্চপদস্থ কর্মীরা সংক্রমিত হওয়াতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয়সরকার।

PIBপ্রধান কে এস ধাতওয়ালিয়া স্বাস্থ্যমন্ত্রকের কোভিড ব্রিফিংয়েরপ্রশ্নোত্তর বিভাগটি পরিচালন করতেন। সূত্র অনুযায়ী,ধাতওয়ালিয়ার গাড়ির চালক এবং অন্য এককর্মচারীও সংক্রমিত হয়েছেন। ফলে ওনার সংস্পর্শে আসা সকল অফিসারদেরই নিজেদেরগৃহবন্দি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কে এস ধাতওয়ালিয়া কোরোনা সংক্রমিত হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছেবিভিন্ন মন্ত্রালয়ে,কারণ তিনি বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী ও মন্ত্রকের বিভিন্নউচ্চপদস্থ কর্মীদের সঙ্গে নিয়মিত সংস্পর্শে এসেছিলেন।

ধাতওয়ালিয়া গত সপ্তাহেও1জুন এবং3জুন দুটি ক্যাবিনেট ব্রিফিংয়েরআয়োজন করেছিলেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর,পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এবং কৃষিও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সংস্পর্শে এসেছিলেন। মঙ্গলবার তিনিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদের একটি সাংবাদিক বৈঠকও আয়োজনকরেন। বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগেরCEOঅমিতাভ কান্ত এবং সঞ্জয় ধোত্রে।

এই সকল মন্ত্রীই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যাবিনেটবৈঠকে যোগ দিয়েছিলেন।

এখনও অবধি মোট কতজন হোম কোয়ারানটিনে রয়েছেন,তা জানা যায়নি। তবে ধাতওয়ালিয়াআক্রান্ত হওয়ার খবর প্রচার হয়ে যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নিয়মিত কোভিড ব্রিফিংয়েরও আয়োজন করা হয়নি। স্বাস্থ্য ওপরিবার কল্যাণ দপ্তরের যুগ্ম সেক্রেটারি লভ আগরওয়াল,স্বরাষ্ট্র মন্ত্রকের সেক্রেটারিপুণ্য শালিয়া শ্রীবাস্তব এবংICMRপ্রধান রমন আর গঙ্গাখেদকড় নিজেদের গৃহবন্দী রেখেছেন কিনা,তা জানা যায়নি।

একইভাবে,প্রতিরক্ষা সেক্রেটারি অজয় কুমার সংক্রমিত হওয়ার পর কতজনপ্রতিরক্ষা মন্ত্রকের অফিসার কোয়ারানটিনে গিয়েছেন,তা জানা যায়নি। অজয় কুমারপ্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,CDSজেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়মিতসংস্পর্শে এসেছেন । তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সুরক্ষা বিধি মেনে পরের দিনকাজে যোগ দেননি।

কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলির মন্ত্রিসভাতেও কোরোনার থাবা পড়েছে।বুধবারDMKসংসদ জে আনবাঝগান কোরোনায় আক্রান্ত হন। গত সপ্তাহে উত্তরাখণ্ডেরপর্যটনমন্ত্রী সৎপাল মহারাজ,তার স্ত্রী এবং পরিবারের21জন সদস্য কোরোনা সংক্রমিত হন। এর ফলেউত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সহ বহু ক্যাবিনেট মন্ত্রী বর্তমানে হোম কোয়ারানটিনেরয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details