মুম্বই, 21 এপ্রিল : কোরোনায় দেশের সবথেকে বেশি আক্রান্ত শহর মুম্বই । প্রতিদিনই এখানে প্রায় 300 থেকে 400 করে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা । সবমিলিয়ে এপর্যন্ত মুম্বইতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার । সারা দেশে কোনও একটি শহর তো বটেই, কোনও একটি রাজ্যের আক্রান্তের নিরিখেও এই সংখ্যা অনেকটা বেশি । গতকাল এখানে নতুন করে মৃত্যু হয়েছে 7 জনের ।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটির (BMC) রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র মুম্বইতেই আক্রান্তের সংখ্যা 3090 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 155 জন । মৃত্যু হয়েছে 7 জনের । মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 138 -এ । দেশের সবচেয়ে বড় বাণিজ্য নগরীতে গত চারদিনে আক্রান্তের সংখ্যাটা হাজারেরও বেশি । যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন । রেড জ়োনে চলছে নজরদারি । পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বইয়ের একাধিক এলাকা । যদিও রিপোর্ট বলছে, আক্রান্তের পাশাপাশি সুস্থর সংখ্যাও বেড়েছে । সম্প্রতি 84 জন রোগী সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে । মুম্বইয়ে এই সংখ্যাটা এখন 394 ।