দিল্লি, 9 মার্চ: ফোন করলেই কলার টিউন হিসেবে বাজবে কোরোনা ভাইরাসের সতর্কবার্তা ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুরোধে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন দপ্তর প্রতিটি মোবাইল নেটওয়ার্ক কম্পানিকেই 30 সেকেন্ডের একটি অডিয়ো ক্লিপ কলার টিউন হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে ৷ ইতিমধ্যেই BSNL ও রিলায়েন্স জিও এই কলার টিউনের ব্যবহার শুরু করে দিয়েছে ৷
শুক্রবার টেলিকমিউনিকেশন দপ্তরের তরফে প্রতিটি কম্পানিকে ই-মেলের মাধ্যমে 30 সেকেন্ডের কোরোনা ভাইরাসের সতর্কবার্তার অডিয়ো ক্লিপ দ্রুত ব্যবহারের নির্দেশ দেওয়া হয় ৷ 5 মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক টেলিকমিউনিকেশন সেক্রেটারি অংশু প্রকাশকে একটি চিঠি পাঠায় ৷ সেই চিঠিতে প্রতিটি সংস্থাকে 30 সেকেন্ডের অডিয়ো ক্লিপটি ব্যবহার করতে অনুরোধ করা হয় ৷
চিঠিতে লেখা ছিল, ‘‘প্রতিটি টেলিকম ফার্মকে 30 সেকেন্ডের একটি অডিয়ো ক্লিপ আগামী তিনদিন পর্যন্ত ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে । ’’