পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন্দ্রের নির্দেশে কলার টিউনে কোরোনার সতর্কবার্তা - push notification

কলার টিউন হিসেবে কোরোনার সতর্কবার্তা শোনা যাচ্ছে BSNL ও রিলায়েন্স জিও-র গ্রাহকদের মোবাইল ফোনে । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুরোধে প্রতিটি কম্পানিকে এই নির্দেশ দিয়েছে টেলিকমিউনিকেশন দপ্তর ।

Coronavirus audio message as mobile caller tune
টেলিকমিউনিকেশন দপ্তর

By

Published : Mar 9, 2020, 11:42 AM IST

দিল্লি, 9 মার্চ: ফোন করলেই কলার টিউন হিসেবে বাজবে কোরোনা ভাইরাসের সতর্কবার্তা ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুরোধে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন দপ্তর প্রতিটি মোবাইল নেটওয়ার্ক কম্পানিকেই 30 সেকেন্ডের একটি অডিয়ো ক্লিপ কলার টিউন হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে ৷ ইতিমধ্যেই BSNL ও রিলায়েন্স জিও এই কলার টিউনের ব্যবহার শুরু করে দিয়েছে ৷

শুক্রবার টেলিকমিউনিকেশন দপ্তরের তরফে প্রতিটি কম্পানিকে ই-মেলের মাধ্যমে 30 সেকেন্ডের কোরোনা ভাইরাসের সতর্কবার্তার অডিয়ো ক্লিপ দ্রুত ব্যবহারের নির্দেশ দেওয়া হয় ৷ 5 মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক টেলিকমিউনিকেশন সেক্রেটারি অংশু প্রকাশকে একটি চিঠি পাঠায় ৷ সেই চিঠিতে প্রতিটি সংস্থাকে 30 সেকেন্ডের অডিয়ো ক্লিপটি ব্যবহার করতে অনুরোধ করা হয় ৷

চিঠিতে লেখা ছিল, ‘‘প্রতিটি টেলিকম ফার্মকে 30 সেকেন্ডের একটি অডিয়ো ক্লিপ আগামী তিনদিন পর্যন্ত ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে । ’’

এছাড়া প্রতিটি মোবাইল নেটওয়ার্ক সংস্থাকে তাদের গ্রাহকদের পুশ নোটিফিকেশন বা মেসেজের মাধ্যমে কোরোনা ভাইরাস সম্পর্কে সতর্কবার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই বিজ্ঞপ্তিতে মারণ ভাইরাস প্রতিরোধে কী কী করা উচিত ও কী করা অনুচিত, সে সম্পর্কে জানানো হবে ৷

BSNL ও রিলায়েন্স জিও এই নোটিফিকেশন পরিষেবা ও 30 সেকেন্ডের কলার টিউন চালু করলেও বাকিরা এখনও তা চালু করেনি ৷ যান্ত্রিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছে এয়ারটেল, ভোডাফোনের মত সংস্থা ৷

দেশে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 33-এ ৷ নাগরিকরা যাতে এই ভাইরাস সম্পর্কে সচেতন হয় এবং আতঙ্ক না ছড়িয়ে স্বাস্থ্য দপ্তরের নিয়মবিধি মেনে চলে, তার জন্যই এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details