পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরালায় কোরোনা ভাইরাসে আক্রান্ত 3 বছরের শিশু, দেশে আক্রান্ত বেড়ে 43

দেশে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এবার কেরালায় আক্রান্ত হল তিন বছরের এক শিশু । দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 43-এ ৷

coronavirus
কোরোনা ভাইরাস

By

Published : Mar 9, 2020, 11:41 AM IST

Updated : Mar 9, 2020, 1:31 PM IST

দিল্লি, 9 মার্চ: ফের কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল কেরালায় । এবার আক্রান্ত হল তিন বছরের এক শিশু ৷ 7 মার্চ মা-বাবার সঙ্গে ইট্যালি থেকে ফিরেছিল সে ৷ তাকে এরনাকুলাম মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ তার মা-বাবাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ এদিকে লাদাখে 76 বছর বয়সি এক ব্যক্তির মৃত্যুতেও ছড়িয়েছে আতঙ্ক ৷ কোরোনা ভাইরাসের আতঙ্কের জেরে বেঙ্গালুরু ও লাদাখে 31 মার্চ পর্যন্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 43-এ ৷

দিল্লিতে আজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ৷ তাঁরা দিল্লির নির্মল ভবনে কোরোনা ভাইরাস সম্পর্কে এক আলোচনাসভায় যোগ দেবেন ৷

লাদাখে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, কয়েকদিন আগে তিনি ইরান থেকে ফিরেছিলেন । কোরোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল । তিনি যে বিমানে ইরান থেকে ফিরেছিলেন, ওই বিমানের অপর দুই যাত্রী ইতিমধ্যেই কোরোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন ৷

এদিকে কেরালাতে একই পরিবারের পাঁচজন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৷ সম্প্রতি তারা ইট্যালি থেকে ফিরেছে । কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, ‘‘এক দম্পতি ও তাদের 26 বছর বয়সি ছেলে সম্প্রতি ইট্যালি থেকে ফিরেছে ৷ তাদের বৃদ্ধ মা-বাবা সহ পরিবারের পাঁচজনকেই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷’’

কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অরুণাচল প্রদেশ সরকার ৷ তামিলনাড়ুতে শনিবার এক 45 বছর বয়সি মহিলা কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ঘোষণা করা হয় ৷

Last Updated : Mar 9, 2020, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details