পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

খাদ্য সংকটের সম্মুখীন হতে পারে বিশ্ব, আশঙ্কা রাষ্ট্রসংঘের

আগামীদিনে খাদ্যসংকটের সম্মুখীন হতে পারে বিশ্ব । গতকাল এক বৈঠকের পর জানিয়ে দিল রাষ্ট্রসংঘ । একই সতর্কবার্তা দিয়েছে WHO ও WTO ।

ছবি
ছবি

By

Published : Apr 3, 2020, 12:23 AM IST

দিল্লি, ২ এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশগুলি সচেতনভাবে পদক্ষেপ না করলে আগামী দিনে খাদ্য সংকটের সম্মুখীন হতে পারে বিশ্ব । গতকাল এক বৈঠকের পর একথা জানায়, রাষ্ট্রসংঘ । একই সতর্কবাণী ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজ়েশন(WTO) ও ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজ়েশনের(WHO)-র।

গতকাল এক বৈঠকের পর রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজ়েশনের (FAO) ডিরেক্টর জেনেরাল কিউ ডোঙ্গিও, WHO-র ডিরেক্টর জেনেরাল টেডরস অ্যাডানম ও WTO-র ডিরেক্টর জেনেরাল রবার্তো অ্যাজ়েভেডো জানান, বর্তমানে এক ভয়াবহ দিকে এগোচ্ছে কোরোনা পরিস্থিতি । অধিকাংশ দেশ লকডাউনের পথে হাঁটছে । এই অবস্থায় দেশগুলি যদি সচেতনভাবে পদক্ষেপ না করে, তাহলে আগামীদিনে খাদ্যসংকটে ভুগবে সমগ্র বিশ্ব ।

কোরোনায় জর্জরিত বিশ্ব । 47 হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা । আক্রান্ত 9 লাখেরও বেশি । এই পরিস্থিতিতে অধিকাংশ দেশে লকডাউন । ধুঁকছে অর্থনীতি । আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রেও মন্দা দেখা দিয়েছে । লকডাউনের জেরে আমাদানি-রপ্তানিতে নানা সীমাবদ্ধতা দেখা দিয়েছে । যা পুরো বিশ্বের খাদ্য সরবরাহের চেনকে প্রভাবিত করছে । পাশাপাশি নানা উৎপাদনক্ষেত্রে কার্যরত শ্রমিকরা এখন গৃহবন্দী । তাঁরা কাজে যেতে পারছেন না । তাই উৎপাদনেও গতি কমেছে । তা ছাড়া কোরোনা আতঙ্ক, লকডাউনের জেরে অনেকে প্রচুর খাদ্য মজুত করে রাখছেন । যা ভবিষ্যতে খাদ্য সংকট তৈরি করতে পারে ।

FAO, WTO-র ডিরেক্টর জেনেরালদের তরফে বার্তা, এই পরিস্থিতিতে ভাবনা-চিন্তা করে পদক্ষেপ করতে হবে দেশগুলিকে । মাথায় রাখতে হবে যাতে আমদানি-রপ্তানি সহ লেনদেনের এই প্রক্রিয়া যথাসম্ভব স্বাভাবিক রাখা যায় । কোনও পদক্ষেপ যেন খাদ্য সরবরাহের প্রক্রিয়াকে প্রভাবিত না করে ।

তবে তাদের পরামর্শ সংক্রমণের জেরে উৎপাদনক্ষেত্রের শ্রমিকরা এখন গৃহবন্দী । কিন্তু অবিবেচকের মতো কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না । সামগ্রিকভাবে তাদের নিরাপত্তা খতিয়ে দেখে সুকৌশলে কাজে নিয়োগ করতে হবে শ্রমিকদের । যাতে উৎপাদনের গতি বাড়ানো যায় ।

ABOUT THE AUTHOR

...view details