পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনার জের, অনির্দিষ্টকালের জন্য সংসদের অধিবেশন স্থগিত - Covid-19 latest news

কোরোনা সংক্রমণ থেকে দূরে থাকতে বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং৷ সংসদের চলতি অধিবেশন স্থগিত করার আবেদন করলেন তিনি৷

MP want adjourn Parliament
কোরোনার জের

By

Published : Mar 23, 2020, 2:57 PM IST

Updated : Mar 23, 2020, 3:19 PM IST

দিল্লি, 23 মার্চ: স্থগিত সংসদের অধিবেশন ৷ আজ বাজেট বিল পাশ হওয়ার পরেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল লোকসভার অধিবেশন৷ সকালেই আম আদমি পার্টির এক সাংসদ চিঠি লেখেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুকে ৷ তাঁর আবেদন ছিল, COVID 19-এর কথা মাথায় রেখে সংসদের চলতি অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হোক ৷ শেষ পর্যন্ত তাই হল ৷

কোরোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে দেশের বহু রাজ্য লকডাউন ঘোষণা করেছে৷ প্রায় গোটা দেশেই জরুরি পরিষেবা ছাড়া বাকি সব কিছু বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ৷ অধিকাংশ শহরে বন্ধ হয়ে গেছে বাস, ট্রেনের মতো যোগাযোগ ব্যবস্থাও ৷ চিকিৎসকদেরও পরামর্শ, বর্তমান পরিস্থিতিতে জমায়েত এড়িয়ে ঘরে থাকাই সুস্থ থাকার অন্যতম শর্ত ৷

সে কথা মাথায় রেখেই আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং অধিবেশন স্থগিতের আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন রাজ্যসভার চেয়ারম্যানকে ৷ এরপর দুপুরে বাজেট বিল পাশ হওয়ার পরেই সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় ৷

Last Updated : Mar 23, 2020, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details