এখনও পর্যন্ত কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে কোরোনা ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ তবে যাঁরা লেন্স ব্যবহার করেন, তাঁরা প্রাথমিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন না হলে কোথাও সংক্রমণের আশঙ্কা প্রবল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা । এই সময় বারবার চোখে-মুখে হাত দিতে নিষেধ করা হচ্ছে । কিন্তু কন্ট্যাক্ট লেন্সের ব্যবহারের ক্ষেত্রে অনেকেই বারবার চোখে হাত দেন । পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ছড়াতে পারে কোরোনা ।
কন্ট্যাক্ট লেন্স থেকে কোরোনা সংক্রমণের আশঙ্কা
পরিচ্ছন্নভাবে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে হবে ৷ পরার আগে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নিতে হবে ৷ নাহলে কোথাও সংক্রমণের আশঙ্কা থেকে যায় ।
এবিষয়ে নিউ জার্সির রুটগার্স মেডিক্যাল স্কুলের অপথ্যালমোলজির সহকারি অধ্যাপক ডেভিড চো কিছু পরামর্শ দিয়েছেন ৷ তিনি বলেন, "কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ কিন্তু যাঁরা এটি ব্যবহার করেন, তাঁরা সাধারণ চোখে হাত দেন কিংবা চোখে আঙুল দিয়ে ঘষতে থাকেন । এই অভ্যাসই সংক্রমণের ভয় তৈরি করে ৷ পরিচ্ছন্নভাবেই লেন্সের ব্যবহার করতে হবে ৷ এগুলি পরার আগে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নিতে হবে ৷ শুকনো হাতে লেন্স স্পর্শ করতে হবে ৷"
এই লেন্স ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ :
- এইসময় লেন্সের বদলে চশমা ব্যবহার করার কোনও পরামর্শ দেওয়া হয়নি ৷ তবে যাঁদের সংক্রমণের আশঙ্কা রয়েছে এবং যাঁরা সংক্রমিত কারও সঙ্গে থাকছেন, তাঁদের পক্ষে চশমা ব্যবহার করাই উচিত ৷
- চোখের জলে কোরোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে । কিন্তু সবক্ষেত্রে নেয় । এক্ষেত্রে সচেতন থাকতে হবে ।পরিষ্কার জায়গার রাখতে হবে লেন্সকে ।
- সাধারণত কোনও কলা ফুলে গেলে বা অ্যালার্জি হলে কনজাঙ্কটিভাইটিস হয় বা চোখ গোলাপি হয়ে যায় ৷ তবে এটা মনে রাখা উচিত, কজাঙ্কটিভাইটিস কোরোনা ভাইরাসের এক বিরলতম উপসর্গ । এক্ষেত্রে যাঁরা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছেন, তাঁদের তা ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত ৷ অন্যথায় কর্নিয়ার অস্বাভাবিকত্ব বৃদ্ধি পাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে ৷
- লেন্সে প্রস্তুতকারক এবং অপথ্যালমোলজিস্টের নির্দেশ মেনে চলুন ৷ ঘুমোনোর আগে লেন্স খুলে ফেলতে হবে ৷ খোলার পর এবং পুনরায় ব্যবহার করার আগে পরিষ্কার করা বাধ্যতামূলক ৷ লেন্সকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে সুরক্ষিত স্থানে রাখতে হবে ৷
- এর পাশাপাশি লেন্স পরার আগে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নিতে হবে ৷ শুকনো হাতে লেন্স স্পর্শ করতে হবে ৷