পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির হাসপাতালগুলিতে উন্নতমানের পৃথক ওয়ার্ডের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর - Harsh Vardhan

দেশজুড়ে কোরোনা আতঙ্কের কারণে বাজারে দিন দিন বাড়ছে N-95 মাস্কের দাম ৷ এই সংকটের পরিস্থিতিতে যদি কেউ কোনওরকম ক্ষেত্রে অপপ্রয়োগ করে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থার নিদান দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷

Corona panic
ছবি

By

Published : Mar 4, 2020, 2:21 PM IST

Updated : Mar 4, 2020, 2:58 PM IST

দিল্লি, 4 মার্চ : দেশে কোরোনার আতঙ্ক দিন দিন বাড়তে শুরু করেছে ৷ গতকাল পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ছিল সাত ৷ আজ ITBP ছাউনিতে 14 জন ইট্যালীয়র নতুন করে সংক্রমণের খবর প্রকাশ্যে আসে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেশে মোট 28 জন কোরোনায় সংক্রমিত হয়েছে ৷ এই পরিস্থিতিতে নির্মল ভবনে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছে ৷ এর আগে প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্যসচিব পি কে মিশ্র দুপুর সাড়ে বারোটায় কোরোনার মোকাবিলায় কীভাবে প্রস্তুতি নেওয়া হবে, তা নিয়ে বৈঠক সারেন ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আজ দেশজুড়ে বাড়তে থাকা কোরোনার আতঙ্ক নিয়ে সাংবাদিক বৈঠক করেন ৷ বলেন, "আমরা দিল্লির সমস্ত হাসপাতালকে অনুরোধ করেছি উন্নতমানের পৃথক ওয়ার্ড প্রস্তুত রাখার জন্য ৷ কোরোনায় সংক্রমিতের সংখ্যা যদি বেড়ে যায়, তবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ৷"

পাশাপাশি ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷ সাংবাদিকদের তিনি জানান, " ইরানের প্রশাসন যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, তাহলে আমরা সেখানেও একটি পরীক্ষাকেন্দ্র তৈরি করতে চাই ৷ এতে আমাদের যেসব নাগরিকরা ইরানে আটকে রয়েছে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করে আমরা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে পারি ৷"

রাজধানীতে কোরোনোয় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে ৷ দিল্লিতে কোরোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ওই পরিবারের বাকি ছয় জনের শরীরেও কোরোনার সংক্রমণ ঘটেছে বলে জানান তিনি ৷ একইসঙ্গে তিনি আরও জানান, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (ITBP) ছাউনিতে বিশেষ পর্যবেক্ষেণে রাখা ইট্যালীয় নাগরিকদের মধ্যে 14 জনের শরীরে পাওয়া গেল কোরোনার সংক্রমণ ৷ ITBP-র ছাউনি ইট্যালীয় নাগরিকরা ছাড়াও সংক্রমিত হয়েছেন এক ভারতীয়ও ৷

এতদিন পর্যন্ত তালিকাভুক্ত 12 টি দেশের থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছিল ৷ এখন থেকে সমস্ত বিমানের সমস্ত যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷ গতকাল পর্যন্ত দেশের বিমানবন্দরগুলিতে মোট 5 লাখ 89 হাজার যাত্রীকে পরীক্ষা করা হয়েছে ৷ জাহাজ ঘাঁটিগুলিতেও 15 হাজার যাত্রীকে পরীক্ষা করা হয়েছে ৷ পাশাপাশি নেপাল সীমান্তে এখনও পর্যন্ত 10 লাখের বেশি মানুষের স্বাস্থ্যপরীক্ষা করে দেখা হয়েছে ৷

এদিকে দেশজুড়ে কোরোনা আতঙ্কের কারণে বাজারে দিন দিন বাড়ছে N-95 মাস্কের দাম ৷ সেই প্রসঙ্গেও মুখ খোলেন স্বাস্থ্যমন্ত্রী ৷ বলেন, "এই সংকটের পরিস্থিতিতে যদি কেউ কোনওরকম ক্ষেত্রে অপপ্রয়োগ করে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে ৷"

এদিকে কোরোনোয় আক্রান্ত সন্দেহে সফদরগঞ্জ হাসপাতালে নতুন করে 25 জন ভরতি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ আরও আটজনকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ কোরোনোর উপসর্গ নিয়ে হায়দরাবাদেও এক ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

Last Updated : Mar 4, 2020, 2:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details