দিল্লি ও জেনেভা, 10 মার্চ : চিনের বাইরে নতুন করে কোরোনোয় সংক্রমিত হয়েছে 3,940 জন ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তরফে জারি করা এক রিপোর্টে এই ঘোষণা করা হয়েছে ৷ এই নিয়ে গোটা বিশ্বে এখনও পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা 28,600 ছাড়িয়েছে ৷ এদিকে বাড়তে থাকা কোরোনা আতঙ্কের কথা মাথায় রেখে মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করল ভারত ৷
বিশ্বজুড়ে যে গতিতে কোরোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷ প্রকাশ করা ওই রিপোর্টে বলা হয়েছে চিনের বাইরে মোট 104 টি দেশে ছড়িয়েছে কোরোনার সংক্রমণ ৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে চিনের বাইরে মোট 28 হাজার 673 জনের সংক্রমিত হওয়ার খবর নথিভুক্ত হয়েছে ৷ নতুন করে 202 জনের মৃত্যু হয়েছে কোরোনার সংক্রমণে ৷ এই নিয়ে চিনের বাইরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 686 ৷