- 24 ঘণ্টায় দেশে 876জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । মোট মৃতের সংখ্যা 51হাজার 797 ।
লাইভ : দেশে সংক্রমণের গণ্ডি ছাড়াল 27 লাখ - কোরোনা আপডেট
unlock
06:32 August 19
আনলকের তৃতীয় পর্যায় শুরু হয়েছে চলতি মাসে । একইসঙ্গে রেকর্ড হারে কোরোনা সংক্রমণের সাক্ষী থাকছে দেশ । গত সপ্তাহে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে । দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলেছিল ভারত । তবে এই সপ্তাহের শুরুতেই সংক্রমণের হার তুলনামূলকভাবে কম । দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত 27 লাখ 2 হাজার 743 ।
06:31 August 19
- সক্রিয় আক্রান্ত 6লাখ 73হাজার 166 ।
06:31 August 19
- 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 57 হাজার 122জন । দেশে এখনও পর্যন্ত মোট কোরোনা মুক্তের সংখ্যা 19 লাখ 77 হাজার 779 ।
06:31 August 19
- দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত 27 লাখ 2 হাজার 743 ।
06:23 August 19
- একদিনে আক্রান্ত হলেন 55 হাজার 79জন ।