লাইভ : 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 65,002 জন - Unlock live India
আনলক
10:45 August 15
বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷
দেশে একদিনে কোরোনায় আক্রান্ত হয়েছে 65 হাজার 2 জন । মৃত্যু হয়েছে 996 জনের ।
09:44 August 15
- অসমে একদিনে কোরোনায় আক্রান্ত 2 হাজার 706 জন ।
- কোরোনায় আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ৷
06:32 August 15
- কোরোনামুক্ত অমিত শাহ ৷ নিজেই টু্ইট করে একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷
- ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR দেশের 12টি জায়গায় কো-ভ্যাকসিনের প্রথম পর্বের হিউম্যান ট্রায়াল করে ৷ সেখান থেকেই প্রথমিক ফলাফলে ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে ৷
Last Updated : Aug 15, 2020, 10:52 AM IST