লাইভ: "শান্তির উদ্দেশ্যে নেওয়া সব উদ্যোগে প্রভাব ফেলেছে কোরোনা" - unlock-3 india
corona live update india
06:46 August 13
বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷
- শান্তির উদ্দেশ্যে নেওয়া সমস্ত উদ্যোগে প্রভাব ফেলেছে কোরোনা ৷ UN সিকিউরিটি কাউন্সিলে অংশ নিয়ে বলল ভারত ৷
- জন্মাষ্টমী উপলক্ষেও খুলল না মণিপুরের ইসকন মন্দির ৷ ভক্তদের ভিড় ছাড়াই মন্দিরে জন্মাষ্টমীর পুজো হয়েছে ৷
06:38 August 13
- 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 60হাজার 963 জন । মৃত্যু হয়েছে 834 জনের ।
- এই মুহূর্তে দেশে মোট কোরোনা আক্রান্ত 23 লাখ 29 হাজার 639 জন । মোট 46হাজার 91জন কোরোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে ভারতে ।