- অসমে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 2 হাজার 669 জন । এই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 64 হাজার 406 জন ।
লাইভ : অসমে একদিনে কোরোনায় আক্রান্ত 2669 - কোরোনাভাইরাস খবর
আনলক
06:59 August 12
দেশে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও । এমনকী নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণের হার, আবার কয়েকটি রাজ্যে রেকর্ড হারে বেড়েছে । এই পরিস্থিতির মধ্যেই দেশ লড়ছে COVID-19-র বিরুদ্ধে ।
06:10 August 12
- রাজস্থানে একদিনে কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 217 জন । মৃত্যু হয়েছে 11 জনের ।
- গতকাল কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা তেলাঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী এটালা রাজেন্দারের সঙ্গে দেখা করেন । হায়দরাবাদে কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ।