পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আনলক আপডেট : 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 68,898 জন - দেশ কোরোনা লাইভ আপডেট

Unlock
আনলক

By

Published : Aug 21, 2020, 7:04 AM IST

Updated : Aug 21, 2020, 10:38 AM IST

10:35 August 21

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । সেইসঙ্গে সুস্থতার হারও বেড়েছে ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম তা দেখে নেওয়া যাক ৷

  • দেশে সুস্থতার হার প্রায় 74 শতাংশ ।

10:27 August 21

  • 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 68,898 জন । মৃত্যু হয়েছে 983 জনের ।

06:36 August 21

  • কোরোনা ভাইরাসের ভ্যাকসিন স্পুতনিক-V তৈরির জন্য ভারতের সহযোগিতা চাইছে রাশিয়া । রাশিয়ার তরফে জানানো হয়েছে, বিশ্বের বহু দেশ কোরোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে উৎসাহী । কিন্তু ভারতের মতো দেশের সঙ্গে একযোগে ভ্যাকসিন উৎপাদন করলে বিশ্বের চাহিদা পূরণ হবে বলে তারা মনে করছে ।
  • অসমে একদিনে কোরোনায় আক্রান্ত 1735 জন । এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 86 হাজার 52 জন ।

06:12 August 21

  • গত 35 দিনে হায়দরাবাদে প্রায় 6 লাখ মানুষ কোরোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন । হায়দরাবাদের সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি সেন্টার (CCMB) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিকেল টেকনোলজি (IICT)-র একটি যৌথ সমীক্ষায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য ।
  • গত 24 ঘণ্টায় পঞ্জাবে কোরোনায় আক্রান্ত হয়েছে 1741 জন ।
  • কোরোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ।
Last Updated : Aug 21, 2020, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details