পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা : ইন্দোরে দুই মহিলা চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের উপর পাথর ছুড়ে হামলা - কোরোনাভাইরাস খবর

মধ্যপ্রদেশে ইন্দোরের তাতপাত্তি বাখাল এলাকায় ক্ষুব্ধ এলাকাবাসীর আক্রমণে প্রাণ নিয়ে ছুট দিল দুই মহিলা চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা ৷

Corona: Health workers, including two female doctors, were stoned in Indore
কোরোনা : ইন্দোরে দুই মহিলা চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের উপর পাথর ছুড়ে হামলা

By

Published : Apr 2, 2020, 1:41 PM IST

ইন্দোর, 2 এপ্রিল : দেশজুড়ে চলছে কোরোনা ভাইরাস মোকাবিলার কর্মসূচি ৷ তবুও আটকানো যাচ্ছে না কোরোনার প্রাদুর্ভাব ৷ এই সময় দেশের সমস্ত নাগরিকের উচিৎ স্বাস্থ্যকর্মীদের কথা মেনে চলার পাশাপাশি সহযোগিতা করা ৷ কিন্তু মধ্যপ্রদেশে অন্যরকম দৃশ্য দেখা গেল ৷ ইন্দোরে স্বাস্থ্য পরীক্ষা করতে এসে ইট পাটকেল খেতে হল স্বাস্থ্যকর্মীদের ৷

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে স্বাস্থ্যকর্মীরা আক্রান্তদের দ্রুত চিহ্নিত করে আইসোলেশনে রাখার অভিযান চালাচ্ছে ৷ তেমনই অভিযান চালাতে গিয়ে ইন্দোরের তাতপাত্তি বাখাল এলাকায় ক্ষুব্ধ এলাকাবাসীর আক্রমণে প্রাণ নিয়ে ছুট দিল দুই মহিলা চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা ৷ জানা গিয়েছে ওই এলাকায় দুজন কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷

কোরোনা : ইন্দোরে দুই মহিলা চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের উপর পাথর ছুড়ে হামলা

ইন্দোর শহরে 54টি পরিবার আইসোলেশনে রাখা হয়েছে ৷ মধ্যপ্রদেশের কোরোনায় আক্রান্ত মোট 98 জনের মধ্যে 75জন এই শহরেই ৷

ABOUT THE AUTHOR

...view details