চেন্নাই, 17 এপ্রিল : লকডাউনের জেরে গৃহবন্দী মানুষজন । তার মধ্যেই গ্রামের কয়েকজনকে জড়ো করে পিকনিকের আয়োজন করে এক যুবক । রান্নাবান্না করে চুটিয়ে মজা করে সকলে । সেই ছবি ফেসবুকেও দেয় তাদের মধ্যে কয়েকজন । সেই ছবির সূত্র ধরেই শিবাগুরু নামে তামিলনাড়ুর ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ । তার সঙ্গে পিকনিকে উপস্থিত থাকা সকলকেই আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ।
কোরোনার জেরে দেশে লকডাউন । অনেকাংশে জারি রয়েছে 144 ধারা । লকডাউন অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তামিলনাড়ু সরকার । কিন্তু সেসব অমান্য করেই বুধবার কাবিস্থালাম নামে একটি জায়গায় গিয়ে প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে পিকনিক করে শিবাগুরু (29) । রান্নাবান্না করে খাবারটির নাম দেয় কোরোনা ভিরুন্ধু । তামিলে ভিরুন্ধু হল একটি ডিশ, যা উৎসব- অনুষ্ঠানে নিমন্ত্রিতদের পরিবেশন করা হয় । এই কোরোনা ভিরুন্ধু তারা সকলে একসঙ্গে বসে খায় । মনা হয়নি সামাজিক দূরত্ব । এমনভাবে একে অপরের মুখোমুখি বসে খাবার খায় তারা ৷ যাতে মনে হয় একই থালায় খাচ্ছে । খাওয়ার ছবিগুলি ফেসবুকে পোস্ট করে পিকনিকে উপস্থিত অনেকে । ক্যাপশন দেয় কোরোনা ভিরুন্ধু । যা নজরে আসে প্রশাসনের । ছবির সূত্র ধরেই শিবাগুরুকে গ্রেপ্তার করে পুলিশ । তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে । পিকনিকে উপস্থিত বাকিদেরও আটক করা হয়েছে ।