দিল্লি, 17 এপ্রিল : দিল্লির নিজ়ামউদ্দিন এলাকায় ধর্মীয় সমাবেশে যোগ দেওয়ার পর ইতিমধ্য়ে অনেকেই কোরোনা আক্রান্ত হয়েছে । মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের । এই পরিস্থিতিতে সেখানে যোগদানকারী রোহিঙ্গাদের খুঁজে বের করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রোহিঙ্গাদের খুঁজে বের করার পাশাপাশি তাদের স্ক্রিনিংও করাতে হবে ।
রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক ও মুখ্যসচিবদের পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, রোহিঙ্গারা তাবলিঘি জামাতের নানা ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে । তাই তাঁদের মধ্যে অনেকের শরীরেই কোরোনা সংক্রমণ দেখা দিতে পারে । এই পরিস্থিতিতে দিল্লি, হায়দরাবাদ, তেলাঙ্গানা, পঞ্জাব, জম্মু ও মেয়াতের ক্যাম্পগুলিতে যেন দ্রুত নজরদারির কাজ শুরু হয় । রোহিঙ্গাদের খুঁজে বের করতে রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের সংশ্লিষ্ট এলাকায় গিয়ে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে । বলা হয়েছে, ক্যাম্পগুলিতে গিয়ে তল্লাশি চালাতে । কারণ খবর পাওয়া গেছে ক্যাম্পে থাকা অনেকেরই কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । পাশাপাশি যারা ক্যাম্পে রয়েছে, দ্রুত তাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ।