পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একদিনে সর্বোচ্চ সংক্রমণ, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 11 লাখ - দেশে সংক্রমণ ছাড়াল 11 লাখের গণ্ডি

দেশে গত 24 ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ ৷ আক্রান্তের সংখ্যা 40 হাজার 425 ৷ আর সেই সঙ্গে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল 11 লাখের গণ্ডি ৷

Corona
কোরোনা

By

Published : Jul 20, 2020, 10:08 AM IST

দিল্লি, 20 জুলাই : ফের একদিনে দেশে সর্বোচ্চ সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 40 হাজারেরও বেশি ৷ একইসঙ্গে দেশে মোট সংক্রমণ 11 লাখের গণ্ডি ছাড়িয়েছে ৷

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 40 হাজার 425 জন ৷ একদিনের সংক্রমণের নিরিখে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ একইসঙ্গে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 681 জনের ৷

এদিকে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 11 লাখের গণ্ডি ছাড়াল ৷ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 11 লাখ 18 হাজার 43 ৷ যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 3 লাখ 90 হাজার 459 ৷ সুস্থ হয়ে উঠেছে 7 লাখ 87 জন ৷ এখনও পর্যন্ত দেশে কোরোনায় মৃতের সংখ্যা 27 হাজার 497 ৷

ICMR-এর তরফে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত 1 কোটি 40 লাখ 47 হাজার 908 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার মধ্যে 2 লাখ 56 হাজার 39 জনের নমুনা গতকালই পরীক্ষা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details