সন্তানকে বড় করা কঠিন কাজ, আর এইক্ষেত্রে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার থাকে । সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্ভবত জীবনদায়ী সিদ্ধান্ত হল, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য তার আম্বিলিকাল কর্ডের রক্ত সংরক্ষণ করে রাখা । গর্ভে থাকাকালীন শিশুর সঙ্গে মায়ের সংযোগ রক্ষা করে আম্বিলিকাল কর্ড । যদি আপনার সন্তানের ভবিষ্যতে ব্লাড ক্যান্সার, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার মতো জিনগত রক্তরোগ দেখা দেয়, তাহলে এই সংরক্ষিত কর্ড ব্লাডের মাধ্যমে তার স্বাস্থ্যের উন্নতি ঘটানোর সুযোগ রয়েছে।
কর্ড ব্লাডের প্রয়োজনীয়তা কোথায়?
প্রতি বছর জুলাই মাসকে রক্ত সচেতনতা মাস হিসেবে পালন করা হয়, আর আজ আমরা কর্ড ব্লাডের প্রয়োজনীয়তার কথা তুলে ধরব । স্ত্রীরোগ বিশেষজ্ঞ রেণুকা গুপ্তা বলেন, “জন্মের পর, বাচ্চার আম্বিলিকাল কর্ডে বিশেষ কোশ থাকে, যাদের স্টেম সেল বলা হয় । পরবর্তী কালে এই কোশগুলো রক্ত কোশে পরিণত হতে পারে । শরীরে সংক্রমণের মোকাবিলা করা ছাড়াও, এটা সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে ব্লাড ক্লটের ক্ষেত্রে সাহায্য করে ।”
কর্ড ব্লাড সংরক্ষণ নিয়ে মানুষ খুব বেশি সচেতন নন । ডক্টর রেণুকা বলেন, “আমাদের দেশে খুব কম উদাহরণই আছে, যেখানে সংরক্ষণ করে রাখা কর্ড ব্লাডকে রক্তের সমস্যা বা স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের জন্য ব্যবহার করা হয়েছে । এর পিছনে দুটো কারণ থাকতে পারে । হয় এই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতার অভাব, অথবা সংরক্ষিত অবস্থা থেকে স্টেম সেল বার করে আনা এবং তাদের চিকিৎসার কাজে লাগানোর মধ্যে সংক্ষিপ্ত সময় ।”