দিল্লি, 10 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হস্টেলে হামলার ঘটনায় 9 সন্দেহভাজনের ছবি প্রকাশ করল দিল্লি পুলিশ । এদের মধ্যে অধিকাংশই বাম ছাত্র সংগঠনের সদস্য । তবে 5 জানুয়ারি রবিবার সন্ধেবেলা মুখোশ পরে ছাত্র ও অধ্যাপক-অধ্যাপিকাদের উপর হামলা চালানোর ঘটনার এখনও পর্যন্ত পর্যাপ্ত তথ্য দিতে পারল না পুলিশ ।
ফি বৃদ্ধির প্রতিবাদে রবিবার (5 জানুয়ারি) সন্ধের ঘটনার আগে ক্যাম্পাসের মধ্যে যে বিক্ষোভগুলি হয় সেই ঘটনাগুলির সূত্র ধরে পুলিশ কয়েকজনের নাম প্রকাশ করে । এদের মধ্যে চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ঐশী ঘোষ, ওয়াসকর বিজয়, সুচেতা তালুকদার, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পাটেল রয়েছেন । উল্লেখ্য, ঐশী ঘোষ হলেন JNU- র ছাত্র সংগঠনের সভানেত্রী । অন্যদিকে, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পাটেল ABVP-র সদস্য ।