হায়দরাবাদ (তেলাঙ্গানা ), 29 এপ্রিল : তেলাঙ্গানায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে সাসপেন্ড করা হল এক পুলিশকর্মীকে। ঘটনাটি গোলকোন্ডা এলাকার । পুলিশ কমিশনার অঞ্জনি কুমার ওই কর্মীকে সাসপেন্ড করেছেন ।
তেলাঙ্গানায় ব্যক্তিকে মারধরের অভিযোগে সাসপেন্ড পুলিশকর্মী - তেলাঙ্গানা
গতকাল শহরের এক বাসিন্দাকে মারার জন্য সাসপেন্ড করা হল এক পুলিশকর্মীকে ।
গতকাল এক ব্যক্তি দুস্থদের ত্রাণ বিলি করে ফিরছিলেন । সেই সময় তাঁকে গোলকোন্ডার টোবিচৌকি চেক পোস্টের কাছে আটকায় পুলিশ । অভিযোগ, সেইসময় ওই পুলিশকর্মী HG হনুমানথু মারধর করেন ওই ব্যক্তিকে । গুরুতর জখম হন তিনি।
এই বিষয়ে শহরের প্রধান পুলিশকর্তা টুইটে লেখেন, "গোলকোন্ডা থানার পুলিশকর্মীকে তার অপেশাদার ভূমিকার জন্য সাসপেন্ড করা হল । এর সঙ্গে গোলকোন্ডার স্টেশন হাউস অফিসারকেও একটি নির্দেশিকা দেওয়া হল। কারণ তিনি তাঁর অধীনস্থ কর্মচারীদের নিজেদের কাজ সম্বন্ধে সঠিকভাবে বোঝাতে ব্যর্থ হয়েছেন ।"