পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এক মায়ের কাছে ছেলের প্রাণভিক্ষা অন্যজনের - ছেলের প্রাণ ভিক্ষার আর্জি

দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে এক মা যখন সুবিচার পেয়ে স্বস্তিতে, তখন অন্য়জন তাঁরই শাড়ির কুচি ধরে ছেলের প্রাণভিক্ষার আর্জি জানালেন ।

Nirbhaya
প্রাণভিক্ষা

By

Published : Jan 7, 2020, 11:32 PM IST

দিল্লি, 7 জানুয়ারি : দোষীদের ফাঁসির সাজায় তখন স্বস্তিতে নির্ভয়ার পরিবার । 7 বছর পর শেষমেশ বিচার পেয়েছেন তিনি । একদিকে, চোখে জল নিয়ে এক মা যখন বলছেন, মেয়ের 13 দিনের সেই লড়াই আজ স্বার্থকতা পেল । মেয়ে সুবিচার পেল, তখন অন্যদিকে, তাঁরই শাড়ির কুচি ধরে আরেক মা ছেলের প্রাণ ভিক্ষার আর্জি জানালেন ।

দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে আজ বিকেলে যখন নির্ভয়ার চার দোষীর ফাঁসির সাজা ঘোষণা হয় তখন সব কিছুর আড়ালে এই ঘটনাও চোখ এড়ালো না । নির্ভয়ার মায়ের শাড়ির কুচি ধরে কাঁদতে কাঁদতে মুকেশ সিংয়ের মা বললেন, আমার ছেলেকে ক্ষমা করে দিন । আমি ওর হয়ে আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি । এই কথায় উত্তরে 7 বছর ন্যায়ের অপেক্ষা করা আরেক মায়ের উত্তর আমারও তো মেয়ে ছিল । ওর সঙ্গে যা হয়েছে সেটা আমি কী করে ভুলি ? আমি সাত বছর অপেক্ষা করেছি ন্যায় বিচারের জন্য ।

16 ডিসেম্বর 2012 । দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 13 দিনের লড়াই শেষে মৃত্যু হয় নির্ভয়ার । ছ'জন দোষীর মধ্যে একজন ছিল মুকেশও ।

ABOUT THE AUTHOR

...view details