পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অপ্রাপ্তবয়স্ক ধর্ষণে প্রাণভিক্ষার আর্জি জানানোর অধিকার থাকা উচিত নয় : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, "নারী সুরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইশু ৷ যদি কোনও ব্যক্তি POCSO-র মতো কঠিন কোনও অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, তবে তাকে প্রাণভিক্ষার আবেদনের অধিকার থেকে বঞ্চিত করা উচিত ৷ "

hyderabad encounter
কোবিন্দ

By

Published : Dec 6, 2019, 4:48 PM IST

Updated : Dec 6, 2019, 4:57 PM IST

দিল্লি, 6 ডিসেম্বর : POCSO (The Protection of Children from Sexual Offences) নিয়ে আজ মুখ খুললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এই আইনে (POCSO) দোষীর প্রাণভিক্ষার আর্জি জানানোর অধিকার থাকা উচিত নয় বলে মত প্রকাশ করলেন রাষ্ট্রপতি ৷ আজ রাজস্থানের সিরোহিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মতামত প্রকাশ করেন তিনি ৷

রাষ্ট্রপতি বলেন, "নারী সুরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইশু ৷ যদি কোনও ব্যক্তি POCSO-র মতো কঠিন কোনও অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, তবে তাকে প্রাণভিক্ষার আবেদনের অধিকার থেকে বঞ্চিত করা উচিত ৷ এই প্রাণভিক্ষার অধিকার সংক্রান্ত বিষয়টি সংসদের পুনর্বিবেচনা করা প্রয়োজন ৷"

আজই হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত চারজনকে এনকাউন্টার করেছে হায়দরাবাদ পুলিশ ৷ চলতি সপ্তাহেই নির্ভয়াকাণ্ডের ফাঁসির সাজা পাওয়া এক আসামির প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পক্ষে সওয়াল করেছে কেজরিওয়াল সরকার ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও একই দাবি উঠেছে ৷ ঠিক এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : 'মেয়ের আত্মার শান্তি পেল' , পুলিশকে কৃতজ্ঞতা নির্যাতিতার পরিবারের

হায়দরাবাদকাণ্ডের প্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, "বাড়তে থাকা নারী নির্যাতনের ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে ৷" আজ সকালে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তের । হায়দরাবাদ পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে 44 নম্বর জাতীয় সড়কের উপর সে দিনের ঘটনার পুনর্নির্মাণ করতে চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেখান থেকে তারা পালানোর চেষ্টা করে । তখনই এনকাউন্টার করা হয় । এই এনকাউন্টারের ঘটনায় খুশি বলিউডের একাধিক তারকা । এই উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য টুইট করে তেলাঙ্গানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই ।

Last Updated : Dec 6, 2019, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details