পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নেতাজির প্রয়াণ দিবস উল্লেখ করে টুইট, বিতর্ক - BJP leaders tweet

নেতাজির প্রয়াণ নিয়ে সরকারি কোনও ঘোষণাও হয়নি ৷ তারপরও আজকের দিনটিকে নেতাজির মৃত্যুদিন হিসেবে ধরে নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট হয় ৷ যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ৷ ক্ষোভ প্রকাশ করেন নেতাজির প্রপৌত্র তথা BJP নেতা চন্দ্রকুমার বসু ৷

সুভাষচন্দ্র বোস

By

Published : Aug 18, 2019, 10:19 PM IST

দিল্লি, 18 অগাস্ট : নেতাজির অন্তর্ধান নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে । অনেকের মতে, 1945 সালের 18 অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে । কিন্তু, তাইওয়ান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, উল্লিখিত ওই দিনে সেখানে কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি । নেতাজির প্রয়াণ নিয়ে সরকারি কোনও ঘোষণাও হয়নি ৷ তারপরও আজকের দিনটিকে নেতাজির মৃত্যুদিন হিসেবে ধরে নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট হয় ৷ যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ৷ ক্ষোভ প্রকাশ করেন নেতাজির প্রপৌত্র তথা BJP নেতা চন্দ্রকুমার বসু ৷

প্রেস ইনফরমেশন বিওরোর (PIB) একটি টুইট ঘিরে দেখা দেয় বিতর্ক ৷ যেখানে আজ নেতাজির মৃত্যুদিন ধরে নিয়ে একটি পোস্টে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ৷ PIB-র টুইটের প্রত্যুত্তরে নেতাজির পৌপত্র চন্দ্রকুমার বসু লেখেন, 1945-র 18অগাস্ট নেতাজি তাইহোকু থেকে উধাও হয়ে গেছিলেন ৷ তাইওয়ানের সরকার স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়েছিল, ওই দিন কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি ৷ ওই ঘটনার বেশকিছু অসংগতি পাওয়া গেছে ৷ প্রমাণ ছাড়া যে কোনও ধরনের অসত্য ছড়ানোর ক্ষেত্রে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ৷

আরও পড়ুন : নেতাজির কী হয়েছিল তা জানার অধিকার আছে দেশবাসীর, টুইট মমতার

আজ BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়ও নিজের টুইটার অ্যাকাউন্টে সুভাষচন্দ্রের মৃত্যুদিবস উল্লেখ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ পাশাপাশি অভিনেতা তথা BJP সাংসদ সানি দেওল ও কংগ্রেসের পক্ষ থেকেও টুইট করা হয় ৷

রাজনীতিকদের টুইট প্রসঙ্গে সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতাজি গবেষক অনুজ ধর ৷ তিনি টুইটে লেখেন, "BJP নেতারা সুভাষচন্দ্রের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ এক্ষেত্রে তাঁদের একটু ভাবতে হবে ৷ মাথায় রাখতে হবে, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে একথা স্বয়ং মহাত্মা গান্ধিও বিশ্বাস করেননি ৷"

ABOUT THE AUTHOR

...view details