পশ্চিমবঙ্গ

west bengal

পুলওয়ামায় আত্মঘাতী হামলা "দুর্ঘটনা", টুইট করে বিতর্কে দিগ্বিজয় সিং

By

Published : Mar 5, 2019, 8:13 PM IST

পুলওয়ামায় জইশ জঙ্গি যে আত্মঘাতী হামলা চালিয়েছিল, তাকে "দুর্ঘটনা" বলে টুইট করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

দিগ্বিজয় সিং

দিল্লি, ৫ মার্চ : পুলওয়ামায় জইশ জঙ্গি যে আত্মঘাতী হামলা চালিয়েছিল, তাকে "দুর্ঘটনা" বলে টুইট করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। পাশাপাশি তিনি টুইটে লেখেন, "২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে বলে ভারত সরকারের তরফে যে দাবি করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশ।"

এই বিতর্কিত টুইটের জন্য দিগ্বিজয় সিং ট্রোলড হয়েছেন। বিভিন্ন মহল থেকে তাঁর সমালোচনা করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন জেনেরাল ভি কে সিং পালটা টুইট করেন। তিনি লেখেন, "জঙ্গি হামলাকে দুর্ঘটনা বলে রাজনীতি করা উচিত নয়। দ্বিগ্বিজয়বাবু, আপনি কি রাজীব গান্ধির হত্যাকেও দুর্ঘটনা বলবেন? জাতির মনোবলকে দুর্বল করবেন না। এই রকম মন্তব্য করে আমাদের সেনাবাহিনীকে খোঁচা দেবেন না।"

ভি কে সিং টুইটে আরও লেখেন, "কংগ্রেসের কী হয়েছে? দিগ্বিজয়বাবু দেশের জনগণের বিপরীত কথা বলছেন। তিনি দেশের সেনার মনোবল দুর্বল করে দিচ্ছেন। এটা কোনও গণতান্ত্রিক দেশে হয় না।"

উল্লেখ্য, দিগ্বিজয় সিং ছাড়াও রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবসহ বিভিন্ন বিরোধী নেতা-নেত্রী বায়ুসেনার অভিযান নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য চেয়েছিল। মমতা বলেছিলেন, "বায়ুসেনার অভিযানের পর কী হল সেবিষয়ে দেশের জনগণের জানার অধিকার আছে।" শিবসেনার পক্ষ থেকে বলা হয়, "বায়ুসেনার অভিযানে কতজন জঙ্গি মারা গেছে তা দেশের মানুষের জানার অধিকার আছে।"

প্রথম টুইটের কয়েক ঘণ্টা পর দ্বিগ্বিজয় সিং আরও একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, "পুলওয়ামায় জঙ্গি হামলা হয়েছিল। এতে সন্দেহের কী আছে?" এরপর তিনি নরেন্দ্র মোদির সমালোচনা করে লেখেন, "নরেন্দ্র মোদির সমর্থকরা বায়ুসেনার অভিযান সংক্রান্ত মূল প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন।"

উল্লেখ্য, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠকে প্রথমে দাবি করা হয়েছিল, বায়ুসেনার অভিযানে ৩০০ জন জঙ্গি নিহত হয়েছে। এরপর BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, "২৫০ জন জঙ্গি মারা গেছে।" যদিও আজ প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "কতজন জঙ্গি নিকেশ হয়েছে সে নিয়ে বিদেশ মন্ত্রকের তরফে তথ্য দেওয়া হবে না।"

বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া বলেন, "পাকিস্তানের বালাকোটে অভিযানে কতজন মারা গেছে তা হিসেব করেনি ভারতীয় বায়ুসেনা। সেখানে কতজন ছিল তার উপর নির্ভর করছে মৃতের সংখ্যা। ওখানে কতজন ছিল তা স্পষ্ট করা ভারতীয় সেনাবাহিনীর কাজ নয়। আমরা মৃতের সংখ্যা হিসেব করি না। আমরা লক্ষ্য পূরণ করতে পারলাম কি না তার হিসেব করি।"

ABOUT THE AUTHOR

...view details