ভোপাল, 24 জানুয়ারি : খাদ্যাভ্যাস দেখেই বুঝেছিলেন বাড়িতে কাজ করা শ্রমিকরা বাংলাদেশি । BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়র এমন মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক । তাঁর মন্তব্যকে কটাক্ষ করে কংগ্রেসের দাবি, সরকারের এটাই আসল রূপ । ওরা মানুষের খাদ্যাভ্যাসেও নজর রাখে ।
গতকাল ইন্দোর প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে গিয়ে কৈলাস দাবি করেছিলেন তিনি বাংলাদেশি জঙ্গিদের নজরে আছেন । তাই সবসময় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরছেন । ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন যে, তাঁর বাড়িতে কিছুদিন আগে যে শ্রমিকরা কাজে লেগেছিল তারাও না কি বাংলাদেশি অনুপ্রবেশকারী । তিনি নিয়োগের সময় জানতেন না । পরে জানতে পেরে তাদের সরান ।
প্রেস ক্লাবের অনুষ্ঠানটি শেষে CAA-র সমর্থনে একটি অনুষ্ঠানে গিয়ে একই দাবি করেন কৈলাস বিজয়বর্গীয় । সঙ্গে জানান, যারা তাঁর বাড়িতে কাজ করছিল তাদের একদিন চিঁড়ে খেতে দেখেন তিনি । তারপরই বুঝতে পারেন, ওরা এদেশের নয় । ওদের খাবারকে অদ্ভুত বলেও দাবি করেন তিনি । বলেন, "আমার বাড়িতে কাজ করতে আসা শ্রমিকরা চিড়ে খাচ্ছিল, যা পোহা তৈরি হয় । আমার খুব সন্দেহ হয়, তারপর আমি কাজই বন্ধ করে দিই ।"