পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাহুলের গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত : পঙ্কজা - ainc

রাহুল গান্ধিকে আক্রমণ করে বিতর্কে BJP নেত্রী পঙ্কজা মুণ্ডে । গতকাল মহারাষ্ট্রের জালনা লোকসভা কেন্দ্রে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "রাহুলের গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত ।"

ছবি সৌজন্যে : টুইটার

By

Published : Apr 23, 2019, 1:23 PM IST

জালনা(মহারাষ্ট্র), 23 এপ্রিল : "রাহুল গান্ধির গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত ।" বললেন BJP নেত্রী পঙ্কজা মুণ্ডে । গতকাল মহারাষ্ট্রের জালনা লোকসভা কেন্দ্রে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি । এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে উঠতে শুরু প্রশ্ন ।

এর আগেও তিনি ভাই প্রীতম মুণ্ডের প্রচারে গিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান । সেবার তিনি বলেছিলেন, "BJP ক্ষমতায় এলে সংবিধান বদল হবে । কারণ আমাদের সংবিধান বদল করতে হবে । নতুন বিল আনতে হবে ।" এবার বলেন, "কংগ্রেস শুধু সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ চায় । রাহুলের গায়ে বোমা বাঁধুন । তারপর ছেড়ে দিন অন্য দেশে ।"

ABOUT THE AUTHOR

...view details