হায়দরাবাদ, 15 জুলাই : চন্দ্রবাবু নাইডুকে কটাক্ষ করে টুইট দলীয় নেতার । দল ছাড়ারও হুমকি দেন তিনি । অন্য নেতাকে উদ্দেশ্য করে ''চন্দ্রবাবুর পোষা কুকুর'' বলেও উল্লেখ করেন টুইটে ।
এবারের লোকসভা ভোটে অন্ধ্রে YSR কংগ্রেসের উত্থান ঘটেছে । বিধানসভাতেও মিলেছে সাফল্য । তেলুগু দেশম পার্টির শোচনীয় পরাজয়ের পর মুখ্যমন্ত্রী হয়েছেন জগনমোহন রেড্ডি । এরপর থেকেই টালমাটাল পরিস্থিতি চন্দ্রবাবুর দলে । এবার দলের এক বিধায়ক কেসিনেনি শ্রীনিবাস চন্দ্রবাবুকে উদ্দেশ্য করে একটি টুইট করেছেন । সেখানে তিনি দল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন ।