ইস্পাত ও সিমেন্ট হল নির্মাণ শিল্পের মূল কাঁচামাল। দেশ এইসব কাঁচামালের চড়া মূল্যবৃদ্ধির সাক্ষী। সিমেন্টের দাম হঠাৎ করে বেড়ে 50 কেজির বস্তাপিছু দাঁড়িয়েছে 420 থেকে 430 টাকায়, যেখানে গত বছর এই সময়ে দাম ছিল 349 টাকা। ইস্পাতের দাম এক বছরে টন প্রতি 40 হাজার টাকা থেকে বেড়ে 58 হাজার টাকায় পৌঁছেছে।
ইস্পাত উৎপাদক সংস্থাগুলোর দাবি, আকরিক লোহার পেতে খরচ বেড়ে যাওয়ার জন্য এই মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী ছিল। এই দাবি সম্প্রতি নস্যাৎ করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। দাম বাড়ার পিছনের রহস্য সামনে এনে মন্ত্রী বলেছেন, যে দেশের প্রায় সমস্ত প্রথম সারির স্টিল কোম্পানিগুলোর নিজস্ব খনি রয়েছে। তাঁর অভিযোগ, ইস্পাত নির্মাতারা দাম বাড়ানোর উদ্দেশ্যে নিজেদের মধ্যে একটা চক্র তৈরি করেছে, যেখানে বিদ্যুতের দাম ও শ্রমিকদের মজুরি একই রয়েছে।
সিমেন্ট কোম্পানিগুলোর ক্ষেত্রেও একই কথা খাটে। মনে রাখা উচিত, যে একটি সংসদীয় স্থায়ী কমিটি সিমেন্ট সংস্থাগুলির যখন তখন দাম বাড়ানোর ক্ষেত্রে ত্রুটি খুঁজে পেয়েছিল। প্যানেলের তরফে সিমেন্টের দাম নিয়ন্ত্রণের জন্য একটি আলাদা ব্যবস্থা গড়ে তোলারও পরামর্শ দেওয়া হয়। গতবছর 18 ডিসেম্বর প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ক্রেডাই) অভিযোগ এনেছিল, যে সিমেন্ট ও ইস্পাত নির্মাতারা দাম বাড়ানোর উদ্দেশ্যে যোগসাজশ করেছে। এর খারাপ পরিণামেরও ব্যাখ্যা দেওয়া হয়েছিল চিঠিতে।
বিষয়টি প্রধানমন্ত্রীর গোচরে আনার পরেও যে কায়দার দাম বাড়ানো হচ্ছে, তার নিন্দা করতে গিয়ে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জোর দিয়েছেন দাম নিয়ন্ত্রণের উদ্দেশে একটি নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয়তার ওপর।বিপুল মুনাফার জন্য যে কৃত্রিম অভাব সৃষ্টির প্রবণতা সংস্থাগুলোর রয়েছে, তারও খোলাখুলি সমালোচনা করেন গড়করি। মন্ত্রী যখন স্বয়ং বেনিয়ম ফাঁস করে দিয়েছেন, তখন এটাই সময় বিলম্ব না করে পরিস্থিতি সংশোধনের।