পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সভাপতি নির্বাচিত না হলে 50 বছরেও বিরোধী তকমা ঘুচবে না : আজ়াদ - বিরোধী দল

যাঁরা অনুগত বলে দাবি করছেন, তাঁরা আসলে সস্তার রাজনীতি করছেন এবং দল ও সকলের পক্ষেই তা অত্যন্ত ক্ষতিকর । নির্বাচনে দলের সম্ভাবনা নিয়ে নির্বাচন পরিচালনা না করার পরিণতি কী হতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন গুলাম নবি আজ়াদ ।

Ghulam Nabi Azad
Ghulam Nabi Azad

By

Published : Aug 28, 2020, 4:09 PM IST

দিল্লি, 28 অগাস্ট : কংগ্রেস সভাপতির পক্ষে দলের একাংশের সমর্থন নাও থাকতে পারে । নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দিলে দল আরও শক্তিশালী হবে । আর তা না হলে আগামী 50 বছরেও কংগ্রেস বিরোধী দল হিসেবেই থেকে যাবে । দাবি প্রবীণ কংগ্রেস নেতা ও নেতৃত্ব সংকট নিয়ে লেখা চিঠির অন্যতম স্বাক্ষরকারী গুলাম নবি আজ়াদ ।

মূল সাংগঠনিক স্তরে রাজ্যের প্রধান, জেলা সভাপতি, ব্লক সভাপতি পদে নির্বাচনের জন্য গতকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে ফের দাবি রাখেন তিনি । তাঁর মতে, যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁরা আসলে নিজেদের পদ হারাতে ভয় পাচ্ছেন ।

নির্বাচন দলের ভিত্তিকে শক্তিশালী করে তোলে, এমন দাবি করে গুলাম নবি আজ়াদ বলেন, “আপনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তখন কমপক্ষে 51% আপনার সাথে থাকবেন এবং আপনি দলের মধ্যে মাত্র 2-3 জনের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । 51% ভোট যিনি পাবেন, তিনিই নির্বাচিত হবেন । CWC সদস্যরা নির্বাচিত হলে তাঁদের অপসারণ করা যায় না । সুতরাং সমস্যা কোথায় ? আমাদের কঠোর পরিশ্রম করে দলকে আরও শক্তিশালী করতে হবে । তবে, এখন যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, তাঁর পক্ষে দলের 1% লোকের সমর্থনও নেই ।”

নির্বাচনে দলের সম্ভাবনা নিয়ে নির্বাচন পরিচালনা না করার পরিণতি কী হতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “যাঁরা অনুগত বলে দাবি করছেন, তাঁরা আসলে সস্তার রাজনীতি করছেন এবং দল ও সকলের পক্ষেই তা অত্যন্ত ক্ষতিকর ।" দলে নির্বাচন না করার জন্য ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, "বিগত বেশ কয়েক দশক ধরে আমাদের দলে নির্বাচিত নেতৃত্ব নেই । 10-15 বছর আগেই আমাদের এটি করা উচিত ছিল । এখন আমরা হেরে যাচ্ছি । যদি আমাদের ফিরে আসতে হয় তবে একমাত্র নির্বাচনের মাধ্যমেই দলকে আরও শক্তিশালী করা দরকার ।" গুলাম নবি আজ়াদ বলেন, "কংগ্রেস যদি আগামী 50 বছর ধরে বিরোধী আসনেই থাকতে চায় তবে দলের মধ্যে নির্বাচনের দরকার নেই ।" তাঁর কথায়, “তবে যারা 'অ্যাপয়েন্টমেন্ট কার্ড' পেয়েছেন তাঁরা আমাদের প্রস্তাবটির বিরোধিতা করে চলেছেন । কংগ্রেসের অভ্যন্তরীণ কার্যকলাপে যাদের সত্যিকারের আগ্রহ আছে, তারা প্রত্যেকেই আমাদের প্রস্তাবকে স্বাগত জানাবেন । পুরো কংগ্রেসের ওয়ার্কিং কমিটির নির্বাচন করা উচিত ।”

রাজ্যসভায় দলনেতা আজ়াদ বলেন, “আমি নিজের জন্য কিছুই চাইছি না । পরের 5-7 বছর আমি নিষ্ক্রিয় রাজনীতিতে থেকে যাব । আমি কংগ্রেস সভাপতি হতে চাই না । একজন সত্যিকারের কংগ্রেসম্যান হিসেবে আমি দলের উন্নতির জন্য দলের অভ্যন্তরে নির্বাচন চাই ।” রাজ্যসভার এই প্রবীণ সদস্য বলেন, “কংগ্রেস কর্মী যাদের দলের কল্যাণে যথেষ্ট আগ্রহ আছে, তাঁরা এই চিঠিকে স্বাগত জানাবেন ।”

ABOUT THE AUTHOR

...view details