দিল্লি, 30 এপ্রিল : লকডাউনে আটকে থাকা শ্রমিক, পুণ্যার্থী, পর্যটক ও পড়ুয়াদের নিজেদের রাজ্যে ফেরার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । গতকাল নির্দেশিকা জারি করে এই অনুমতি দেওয়া হয় । স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল কংগ্রেস । পাশাপাশি রাজ্যগুলিকে এই নির্দেশিকা মানার জন্যও বলা হয় কংগ্রেসের তরফে ।
স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদম্বরম টুইটও করেন । তিনি লেখেন, "লকডাউনে আটকে থাকা মানুষদের নিজেদের রাজ্যে ফেরানোর জন্য শুধুমাত্র বাস যথেষ্ট নয় । তাই স্যানিটাইজ়ড ট্রেনের ব্যবস্থা করতে পারলে ভালো হয় ।"
অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও লেফটেন্যান্ট গভর্নর জি সি মুর্মুর কাছে বাংলাদেশে আটকে থাকা জম্মু ও কাশ্মীরের পড়ুয়াদের ফেরার বিষয়টি তুলে ধরেন তিনি । এই বিষয়ে কংগ্রেসের তরফে একটি বিবৃতিও জারি করা হয় । তাতে বলা হয়, "বিদেশমন্ত্রী এস জয়শংকরের সামনে বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের বিষয়টি তুলে ধরেছেন আজ়াদ । একইসঙ্গে যেহেতু পড়ুয়াদের কোয়ারানটিনের মেয়াদ শেষ হয়েছে তাই তাঁদের ফিরিয়ে আনার জন্য অনুরোধও করেছেন । " গুলাম নবি আজ়াদের এই অনুরোধ পূরণে বিদেশমন্ত্রী জয়শংকর ইচ্ছা প্রকাশ করেছেন বলেও বিবৃতিতে জানানো হয় । গুলাম নবি বিষয়টি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জি সি মুর্মুর সামনেও তুলে ধরেছেন । তিনিও বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের ফেরানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ।
জম্মু ও কাশ্মীরের যেসমস্ত পড়ুয়া, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক হিমাচলপ্রদেশ, দিল্লি ও পঞ্জাবে আটকে রয়েছেন তাঁদের দ্রুত ফেরানোর জন্যও লেফটেন্যান্ট গভর্নর জি সি মুর্মু ও সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন গুলাম নবি আজ়াদ । কংগ্রেসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, "হিমাচলপ্রদেশ, দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা জম্মু ও কাশ্মীরের পড়ুয়াদের ফেরানোর জন্য ব্যবস্থা করার বিষয়ে সহমত প্রকাশ করেছেন ।"
অধীররঞ্জন চৌধুরি বলেন, "দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর হাজার হাজার শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে পড়েন । আমরা সরকারকে প্রতিনিয়ত তাঁদের সাহায্য করার জন্য পদক্ষেপ করতে বলেছি । বাড়ি ফেরার জন্য বিভিন্ন রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের অনেক শ্রমিকের থেকে আমি ফোন পেয়েছি । " এই সমস্ত শ্রমিকদের বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন অধীর । পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিভিন্ন জায়গায় আটকে থাকা রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য দাবি জানান ।
বিভিন্ন জায়গায় আটকে পড়া শ্রমিকসহ প্রত্যেকের বাড়ি ফেরার ব্যবস্থা করতে আন্তঃরাজ্য যোগাযোগ চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে গতকাল একটি নির্দেশিকা জারি করা হয় । স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা ওই নির্দেশিকা অনুযায়ী, আটকে পড়া শ্রমিক, পুণ্যার্থী, পর্যটক ও পড়ুয়াদের যাওয়া-আসার বিষয়টির ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিজেদের প্রোটোকলকে আরও উন্নত করতে হবে । এই পুরো প্রক্রিয়া সড়কপথে সম্পন্ন করা হবে । নিজেদের রাজ্যে ফেরার পর সংশ্লিষ্টদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শারীরিক পরীক্ষা করতে হবে । পাশাপাশি তাঁদের হোম কোয়ারানটিনে থাকতে হবে ।