দিল্লি, 24 অগাস্ট : BJP-র সঙ্গে যোগ রয়েছে । তার জন্যই কংগ্রেসের এমন কঠিন সময়ে নেতৃত্ব নিয়ে সোনিয়া গান্ধিকে চিঠি দেওয়া হল । রাহুল গান্ধির এমন মন্তব্যের পর উত্তপ্ত হয়ে উঠল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক । কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ, কপিল সিবালসহ অনেকেই এর প্রতিবাদ করেন । সূত্রের খবর, এই মন্তব্যের প্রতিবাদে দলত্যাগ ও পদত্যাগ করার কথাও বলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজ়াদ । সোশাল মিডিয়ায় সরব হন কপিল সিবাল, সঞ্জায় ঝা'রা ।
দলের 23 জন শীর্ষনেতা "পুরো সময়ের জন্য সক্রিয়" নেতৃত্বের দাবি জানিয়ে গতকাল চিঠি দেন কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে । যা নিয়ে একাধিক প্রশ্ন ওঠার পাশাপাশি শুরু হয় বিতর্ক । অধীর চৌধুরির মতো কংগ্রেসের অনেক নেতাই দাবি করেন, এই সংকটের সময় সোনিয়া গান্ধিরই দলের পাশে থাকা উচিত ।
এই চিঠি নিয়ে ক্ষুব্ধ রাহুল গান্ধি । মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেস যখন সংকটে এবং সোনিয়া গান্ধি যখন অসুস্থ তখনই কেন এই চিঠি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । চিঠি প্রসঙ্গে এ কে অ্যান্টনি, মনমোহন সিংয়ের মতো বর্ষীয়ান নেতারা বলেন, "চিঠির থেকেও চিঠির বিষয় অনেক নিষ্ঠুর ।" এরপর কংগ্রেসের প্রতি সোনিয়া গান্ধির অবদান সম্পর্কে মনমোহন সিং বিস্তারিত জানান । সূত্রের খবর, এরপরই রাহুল গান্ধি বিস্ফোরক মন্তব্য করেন । বলেন, "যাঁরা চিঠি পাঠিয়েছেন তাঁদের BJP-র সঙ্গে যোগ রয়েছে ।" এর পাশাপাশি তিনি জানান, তাঁর মা এই চিঠিতে কষ্ট পেয়েছেন ।
রাহুলের এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক । গুলাম নবি আজ়াদ চিঠির সাপেক্ষে কথা বলতে গিয়ে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন । অন্যদিকে, কপিল সিবাল সোশাল মিডিয়ায় সরব হন । টুইটে লেখেন, রাহুল গান্ধিজি বলছেন, আমাদের BJP-র সঙ্গে যোগ রয়েছে । রাজস্থান হাইকোর্টে কংগ্রেসের হয়ে লড়েছি, মণিপুরে BJP-কে সরাতে কংগ্রেসের হয়ে সওয়াল করেছি । গত 30 বছরে কোনওদিন BJP-র হয়ে কোনও কথা বলিনি । আর আমরাই BJP-র সঙ্গে যোগ রেখেছি ?"
এই টুইটটিই পরে ডিলিট করে মন্তব্য প্রত্যাহার করেন সিবাল সোশাল মিডিয়ায় সরব হন কংগ্রেস নেতা সঞ্জয় ঝা'ও । যদিও, পরে কপিল সিবাল প্রথম টুইটটি ডিলিট করে দেন । মন্তব্য প্রত্যাহার করেন । পরে আরেকটি টুইট করে লেখেন, "রাহুল গান্ধি ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তাঁকে যে কারণে দায়ি করা হচ্ছে সেকথা তিনি কখনও বলেননি ।" মন্তব্য প্রত্যাহার করেন গুলাম নবি আজ়াদও । তিনি বলেন, "রাহুল গান্ধি কখনই একথা বলেননি । CWC মিটিংয়েও বলেননি, বাইরেও বলেননি ।"
এই ঘটনার পর কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরযেওয়ালা টুইট করেন, "রাহুল গান্ধি এই ধরনের কোনও মন্তব্য করেননি বা কোনও কথায় এমন ইঙ্গিত দিতেও চাননি । কোনও মিথ্যা রটনায় চালিত হবেন না । বা ভুল তথ্য পেয়ে গুজব রটাবেন না ।" তিনি আরও বলেন, "তবে হ্যাঁ, নিজেদের মধ্যে লড়ার বদলে আমাদের মোদি শাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে ।"
সূরযেওয়ালার এই টুইট ও কপিল সিবালের টুইট তুলে নেওয়ার পরই প্রশ্ন উঠেছে, দলের অন্দরে এই পরিস্থিতির পর বিষয়টি সামলাতেই এমন মন্তব্য করছেন সূরযেওয়ালা । গতকালও সোনিয়া গান্ধির পদ ছাড়ার বিষয়ে সূরযেওয়ালা জানিয়েছিলেন, বিষয়টি মিথ্যা ।