দিল্লি, 6 মে : পেট্রল, ডিজ়েলের উপর অন্তঃশুল্ক বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই আক্রমণ করেছেন রাহুল গান্ধি, পি চিদম্বরমরা ।এবার এখান থেকে আসা রাজস্বের 75 শতাংশ রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাল কংগ্রেস ।
পেট্রলে লিটার প্রতি 10 টাকা ও ডিজ়েলে লিটার প্রতি 13 টাকা করে শুল্ক বৃদ্ধি করা হয়েছে । রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম খুবই কম রয়েছে তখন কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজ়েলের উপর অন্তঃশুল্ক বাড়াল । এদিকে কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে সোনিয়া গান্ধির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি । বলেন, "কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, মনমোহন সিং ও রাহুল গান্ধি বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন ।"