দিল্লি, 16 জুন : লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সংঘর্ষে জওয়ানদের শহিদ হওয়ার ঘটনাকে "বেদনাজনক" এবং "অনস্বীকার্য" বলে আখ্যা দিল কংগ্রেস। পাশাপাশি এই ঘটনাকে কংগ্রেস জাতীয় উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করে ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে এই ঘটনাটির সত্যতা জানতে চেয়ে বিরোধীদলের পক্ষ থেকে দাবি করা হয়, এই বিষয়ে দেশবাসীকে আস্থা দেওয়া হোক এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে সমস্ত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হোক।
কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যসভায় দলের ডেপুটি প্রধান আনন্দ শর্মা বলেন, " এটি জাতীয় উদ্বেগের বিষয় । কারণ এর সঙ্গে জাতীয় সুরক্ষা জড়িত রয়েছে। আমরা ক্রমাগত আবেদন করে এসেছি যে, এই বিষয়ে দেশবাসীকে বিস্তারিত জানানো হোক। সরকারের তরফ থেকে অবিলম্বে যাতে সকল রাজনৈতিক দলের নেতৃত্বকে আহ্বান করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, তার দাবি জানানো হচ্ছে। " তিনি আরও বলেন, ভারত ও চিন সেনাবাহিনীর মধ্যে অবস্থান নিয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা নেই।