দিল্লি, 12 মে : আজ জাতির উদ্দেশ্যে কোরোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে পঞ্চমবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর কথায় উঠে এল ভারতের স্বনির্ভরতার প্রসঙ্গ । ভাষণে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজেরও ঘোষণা করেন প্রধানমন্ত্রী । তবে, তাঁর ভাষণে কিছুটা হলেও দেশবাসী হতাশ হয়েছে বলে দুঃখপ্রকাশ করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা ।
মোদির ভাষণ শেষ হওয়ার পর হিন্দি ও ইংরেজি দুই ভাষাতে দু'টি টুইট করেন রণদীপ । প্রথম টুইটে তিনি লেখেন, "মোদিজি, আপনি আজ যা বললেন তা দিয়ে দেশের সংবাদমাধ্যমগুলি শিরোনাম বানাতে পারবে, কিন্তু দেশ এখনও সাহায্যের জন্য অপেক্ষা করে রয়েছে । কথা দেওয়া থেকে তা বাস্তবে পূর্ণ করার অপেক্ষায় আমরাও থাকব । যখন সাদা পাতাগুলি জনগণের আন্তরিক সহায়তা দিয়ে পূর্ণ হবে, তখন জাতি ও কংগ্রেস দল সাড়া দেবে ।"
রণদীপ সূরজেওয়ালা মোদির উদ্দেশে দ্বিতীয় টুইট করেন । সেখানে তিনি লেখেন, "বাড়ি ফিরতে চাওয়া প্রবাসী শ্রমিকদের যত্ন, আর্থিক সাহায্য ও সুরক্ষিত ঘরে ফেরার জন্য সাহায্যের সবার আগে প্রয়োজন । ভেবেছিলাম আপনি আজ সেই বিষয়েই ঘোষণা করবেন । আপনার সহানুভূতির অভাব, অসংবেদনশীলতা ও লাখ লাখ ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের দুর্ভোগ মোকাবিলায় আপনার ব্যর্থতায় ভারত গভীরভাবে হতাশ ।"