পশ্চিমবঙ্গ

west bengal

", "articleSection": "bharat", "articleBody": "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শেষে টুইটে হতাশা প্রকাশ করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা । তিনি লেখেন, মোদির এই ভাষণ সংবাদের শিরোনাম বানাতে পারলেও শ্রমিকদের প্রতি তাঁর সহানুভূতির অভাবে হতাশ হয়েছে দেশ ।দিল্লি, 12 মে : আজ জাতির উদ্দেশ্যে কোরোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে পঞ্চমবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর কথায় উঠে এল ভারতের স্বনির্ভরতার প্রসঙ্গ । ভাষণে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজেরও ঘোষণা করেন প্রধানমন্ত্রী । তবে, তাঁর ভাষণে কিছুটা হলেও দেশবাসী হতাশ হয়েছে বলে দুঃখপ্রকাশ করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা । 1/2Dear PM,What you said today gives the country and the media a HEADLINE.When the “blank page” is filled with “Heartfelt Help of People”, the Nation & Congress Party will respond.— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020 মোদির ভাষণ শেষ হওয়ার পর হিন্দি ও ইংরেজি দুই ভাষাতে দু'টি টুইট করেন রণদীপ । প্রথম টুইটে তিনি লেখেন, "মোদিজি, আপনি আজ যা বললেন তা দিয়ে দেশের সংবাদমাধ্যমগুলি শিরোনাম বানাতে পারবে, কিন্তু দেশ এখনও সাহায্যের জন্য অপেক্ষা করে রয়েছে । কথা দেওয়া থেকে তা বাস্তবে পূর্ণ করার অপেক্ষায় আমরাও থাকব । যখন সাদা পাতাগুলি জনগণের আন্তরিক সহায়তা দিয়ে পূর্ণ হবে, তখন জাতি ও কংগ্রেস দল সাড়া দেবে ।" 2/2Dear PM,The mammoth heart breaking human tragedy of migrant workers walking back home needed compassion, care & safe return.India is deeply disappointed by your utter lack of empathy, sensitivity & failure to address the woes of millions of #MigrantWorkers !— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020 রণদীপ সূরজেওয়ালা মোদির উদ্দেশে দ্বিতীয় টুইট করেন । সেখানে তিনি লেখেন, "বাড়ি ফিরতে চাওয়া প্রবাসী শ্রমিকদের যত্ন, আর্থিক সাহায্য ও সুরক্ষিত ঘরে ফেরার জন্য সাহায্যের সবার আগে প্রয়োজন । ভেবেছিলাম আপনি আজ সেই বিষয়েই ঘোষণা করবেন । আপনার সহানুভূতির অভাব, অসংবেদনশীলতা ও লাখ লাখ ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের দুর্ভোগ মোকাবিলায় আপনার ব্যর্থতায় ভারত গভীরভাবে হতাশ ।" When PM announced 1st lockdown, India had 525 #COVID cases.49 days later,cases are over 71,000.Migrant workers are forced to walk back, people are facing hunger & starvation, crores of jobs have been lost with no end in sight.Who is responsible for this mess Prime Minister?— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020 আজ প্রধানমন্ত্রীর ভাষণে শ্রমিকদের এই কঠিন পরিস্থিতির বিষয়ে কোনওরকম সমবেদনা বা সহানুভূতির বার্তা ছিল না । মোদি তাঁর এই ভাষণে লকডাউনকে আরও বাড়ানোর ও আর্থিক প্যাকেজের ঘোষণা করেন । আর তাতেই ক্ষুব্ধ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা । তবে, মোদির উদ্দেশে রণদীপের টুইট এই প্রথম নয় । এর আগেও ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের কষ্টগুলিকে টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি । मोदी जी,इन्हीं को जहाज़ में बिठाने का सपना बेचा था ना! pic.twitter.com/QpABJiLh4Q— Randeep Singh Surjewala (@rssurjewala) May 12, 2020 তিনি আজ মোদির ভাষণ শুরুর কিছু আগে টুইট করেন । সেখানে নরেন্দ্র মোদির উদ্দেশ্যে প্রশ্ন করেন তিনি । লেখেন, "যখন প্রধানমন্ত্রী প্রথম দফার লকডাউন ঘোষণা করেছিলেন, তখন ভারতে 525টি কোরোনা আক্রান্তের কেস ছিল । আজ 49দিন পর সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 71 হাজার । ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকরা হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে । মানুষ খিদেই রয়েছে । কোটি কোটি মানুষের চাকরি চলে গিয়েছে । এই বাজে পরিস্থিতির জন্য কে দায়ি প্রধানমন্ত্রী ?"আজ মোদিকে উদ্দেশ্য করে আরও বেশ কয়েকটি টুইট করেন রণদীপ । সবগুলি টুইটের মাধ্যমেই দেশজুড়ে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকের দুর্দশার চিত্র তুলে ধরেছেন তিনি । প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অন্য একটি টুইটে লেখেন, "মোদিজি, এদেরই জাহাজে বসানোর স্বপ্ন বিক্রি করেছিলেন না !"", "url": "https://www.etvbharat.com/bengali/west-bengal/bharat/bharat-news/congress-spokesperson-randeep-surjewala-tweets-on-speech-of-narendra-modi-regarding-corona/wb20200512234034806", "inLanguage": "bn", "datePublished": "2020-05-12T23:40:36+05:30", "dateModified": "2020-05-12T23:40:36+05:30", "dateCreated": "2020-05-12T23:40:36+05:30", "thumbnailUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7173212-281-7173212-1589301398057.jpg", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.etvbharat.com/bengali/west-bengal/bharat/bharat-news/congress-spokesperson-randeep-surjewala-tweets-on-speech-of-narendra-modi-regarding-corona/wb20200512234034806", "name": "শ্রমিকদের প্রতি আপনার সহানুভূতির অভাবে হতাশ দেশ, মোদির উদ্দেশ্যে টুইট রণদীপ সূরজেওয়ালার", "image": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7173212-281-7173212-1589301398057.jpg" }, "image": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7173212-281-7173212-1589301398057.jpg", "width": 1200, "height": 675 }, "author": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com/author/undefined" }, "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat West Bengal", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/static/assets/images/etvlogo/bengali.png", "width": 82, "height": 60 } } }

ETV Bharat / bharat

"শ্রমিকদের প্রতি আপনার সহানুভূতির অভাবে হতাশ দেশ", মোদির উদ্দেশ্যে টুইট রণদীপ সূরজেওয়ালার - মোদির উদ্দেশ্যে টুইট রণদীপ সূরজেওয়ালার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শেষে টুইটে হতাশা প্রকাশ করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা । তিনি লেখেন, মোদির এই ভাষণ সংবাদের শিরোনাম বানাতে পারলেও শ্রমিকদের প্রতি তাঁর সহানুভূতির অভাবে হতাশ হয়েছে দেশ ।

রণদীপ সূর্যেওয়ালা
রণদীপ সূর্যেওয়ালা

By

Published : May 12, 2020, 11:40 PM IST

দিল্লি, 12 মে : আজ জাতির উদ্দেশ্যে কোরোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে পঞ্চমবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর কথায় উঠে এল ভারতের স্বনির্ভরতার প্রসঙ্গ । ভাষণে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজেরও ঘোষণা করেন প্রধানমন্ত্রী । তবে, তাঁর ভাষণে কিছুটা হলেও দেশবাসী হতাশ হয়েছে বলে দুঃখপ্রকাশ করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা ।

মোদির ভাষণ শেষ হওয়ার পর হিন্দি ও ইংরেজি দুই ভাষাতে দু'টি টুইট করেন রণদীপ । প্রথম টুইটে তিনি লেখেন, "মোদিজি, আপনি আজ যা বললেন তা দিয়ে দেশের সংবাদমাধ্যমগুলি শিরোনাম বানাতে পারবে, কিন্তু দেশ এখনও সাহায্যের জন্য অপেক্ষা করে রয়েছে । কথা দেওয়া থেকে তা বাস্তবে পূর্ণ করার অপেক্ষায় আমরাও থাকব । যখন সাদা পাতাগুলি জনগণের আন্তরিক সহায়তা দিয়ে পূর্ণ হবে, তখন জাতি ও কংগ্রেস দল সাড়া দেবে ।"

রণদীপ সূরজেওয়ালা মোদির উদ্দেশে দ্বিতীয় টুইট করেন । সেখানে তিনি লেখেন, "বাড়ি ফিরতে চাওয়া প্রবাসী শ্রমিকদের যত্ন, আর্থিক সাহায্য ও সুরক্ষিত ঘরে ফেরার জন্য সাহায্যের সবার আগে প্রয়োজন । ভেবেছিলাম আপনি আজ সেই বিষয়েই ঘোষণা করবেন । আপনার সহানুভূতির অভাব, অসংবেদনশীলতা ও লাখ লাখ ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের দুর্ভোগ মোকাবিলায় আপনার ব্যর্থতায় ভারত গভীরভাবে হতাশ ।"

আজ প্রধানমন্ত্রীর ভাষণে শ্রমিকদের এই কঠিন পরিস্থিতির বিষয়ে কোনওরকম সমবেদনা বা সহানুভূতির বার্তা ছিল না । মোদি তাঁর এই ভাষণে লকডাউনকে আরও বাড়ানোর ও আর্থিক প্যাকেজের ঘোষণা করেন । আর তাতেই ক্ষুব্ধ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা । তবে, মোদির উদ্দেশে রণদীপের টুইট এই প্রথম নয় । এর আগেও ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের কষ্টগুলিকে টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি ।

তিনি আজ মোদির ভাষণ শুরুর কিছু আগে টুইট করেন । সেখানে নরেন্দ্র মোদির উদ্দেশ্যে প্রশ্ন করেন তিনি । লেখেন, "যখন প্রধানমন্ত্রী প্রথম দফার লকডাউন ঘোষণা করেছিলেন, তখন ভারতে 525টি কোরোনা আক্রান্তের কেস ছিল । আজ 49দিন পর সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 71 হাজার । ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকরা হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে । মানুষ খিদেই রয়েছে । কোটি কোটি মানুষের চাকরি চলে গিয়েছে । এই বাজে পরিস্থিতির জন্য কে দায়ি প্রধানমন্ত্রী ?"

আজ মোদিকে উদ্দেশ্য করে আরও বেশ কয়েকটি টুইট করেন রণদীপ । সবগুলি টুইটের মাধ্যমেই দেশজুড়ে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকের দুর্দশার চিত্র তুলে ধরেছেন তিনি । প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অন্য একটি টুইটে লেখেন, "মোদিজি, এদেরই জাহাজে বসানোর স্বপ্ন বিক্রি করেছিলেন না !"

ABOUT THE AUTHOR

...view details