দিল্লি, 19 এপ্রিল : লোকসভা ভোটের মাঝেই দল ছাড়লেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী । টুইটে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রিয়াঙ্কা । লেখেন, "যারা ঘাম-রক্ত এক করে কংগ্রেসের হয়ে খাটছেন তাঁদের গুরুত্ব না দিয়ে দল লুম্ফেনদের দিকে দেখছে ।"
লোকসভার মাঝে ধাক্কা, কংগ্রেস ছেড়ে শিবসেনায় প্রিয়াঙ্কা - delhi
কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।
প্রিয়াঙ্কা চতুর্বেদী
এদিকে, কংগ্রেস ছাড়ার পরই আজ শিবসেনায় যোগ দেন প্রিয়াঙ্কা। পরে সাংবাদিক বৈঠকে বলেন, "অনেক ভেবেচিন্তেই শিবসেনায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।"
Last Updated : Apr 19, 2019, 2:45 PM IST