পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টিকিট দিতে কোটি কোটি টাকা চেয়েছে দল, ইস্তফা কংগ্রেস নেতার - hyderabad

টিকিট দেওয়ার জন্য কোটি কোটি টাকা দাবি করেছে দল। এই অভিযোগ তুলে কংগ্রেস থেকে ইস্তফা দিলেন পি সুধাকর রেড্ডি। তিনি AICC-র প্রাক্তন সভাপতি।

ফাইল ফোটো

By

Published : Mar 31, 2019, 3:20 PM IST

Updated : Mar 31, 2019, 3:58 PM IST

হায়দরাবাদ, ৩১ মার্চ : টিকিট দেওয়ার জন্য কোটি কোটি টাকা দাবি করেছে দল। এই অভিযোগ তুলে কংগ্রেস ত্যাগ করলেন পি সুধাকর রেড্ডি। তিনি AICC-র প্রাক্তন সভাপতি। ইস্তফা দেওয়ার আগে এবিষয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে একটি চিঠিও লেখেন।

সুধাকর লেখেন, "দুর্ভাগ্যবশত কংগ্রেসের পরম্পরা ও মূল্যবোধ বদলে গেছে। তেলাঙ্গানা বিধানসভা নির্বাচন, MLC (মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল) নির্বাচন ও আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে টাকাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। দলের টিকিট পাওয়ার জন্য কোটি টাকা দিতে হবে, এই ধরনের দাবি সত্যিই আমায় আশ্চর্য করেছে। ভারতের জাতীয় কংগ্রেসে এতদিন এসব ছিল না। তাই, আমি দল ছাড়তে বাধ্য হচ্ছি। এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্য নেতৃত্ব ব্যর্থ।"

তিনি আরও লেখেন, "আমি বারবার কেন্দ্রীয় নেতৃত্বকে এবিষয়ে জানাতে চেয়েছিলাম। কিন্তু, ব্যর্থ হয়েছি। কারণ, মাঝের কয়েকজন সেই খবর পৌঁছাতে দেয়নি। আমার মনে হয় এর ফলে দেশবাসীর কাছে কংগ্রেসের নাম খারাপ হচ্ছে। এই অবস্থায় আমি এই দলে থাকতে চাই না।"

Last Updated : Mar 31, 2019, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details