পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পশ্চিমবঙ্গের ১১টি আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের - প্রদেশ কংগ্রেস

রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস হাইকমান্ড।

ফাইল ফোটো

By

Published : Mar 19, 2019, 4:05 AM IST

কলকাতা, ১৯ মার্চ : রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস হাইকমান্ড। গতকালই বামেদের সঙ্গে জোট ভেস্তে যাওয়ার কথা ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তারপর আজ ১১টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।

একনজরে ১১ আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা :

  • কোচবিহার(SC) : প্রিয়া রায়চৌধুরি
  • আলিপুরদুয়ার(SC) : মোহনলাল বসুমাতা
  • জলপাইগুড়ি(ST) :মণি কুমার দারনাল
  • দার্জিলিং : শংকর মালাকার
  • রায়গঞ্জ : দীপা দাশমুন্সি
  • বালুরঘাট :সাদিক সরকার
  • মালদা উত্তর : ইশা খান চৌধুরি
  • মালদা দক্ষিণ : আবু হাসেম খান চৌধুরি
  • জঙ্গিপুর :অভিজিৎ মুখোপাধ্যায়
  • বহরমপুর :অধীর রঞ্জন চৌধুরি
  • মুর্শিদাবাদ :আবু হেনা

ABOUT THE AUTHOR

...view details