গরিব পরিবারকে বছরে 72 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাহুলের - manifesto of congress 2019
কংগ্রেসের ইস্তাহার প্রকাশ
2019-04-02 12:16:08
কংগ্রেসের ইস্তাহার প্রকাশ
দিল্লি, 2 এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ইস্তাহার প্রকাশ করলেন। রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি, চিদাম্বরম প্রমুখ কংগ্রেস নেতা।
দেখে নিন কী বললেন রাহুল গান্ধি-
- পঞ্চায়েতে 10 লাখ কর্মসংস্থান
- সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে পয়সা
- টাকা দেশের গরিবদের খাতে যাবে
- দরিদ্র পরিবারে মাসে 6 হাজার টাকা আয়
- কৃষকরা ঋণ মেটালে না পারলে ফৌজদারি মামলা নয়
- নতুন ব্যবসায় নিতে হবে না অনুমতি
- শিক্ষা ও স্বাস্থ্যে জোর
- GDP-র 6 শতাংশ টাকা শিক্ষাক্ষেত্রে দেওয়া হবে
- রেল বাজেটের মতো কৃষকদের জন্য আলাদা বাজেট করা হবে
- 100 দিনের কাজ বাড়িয়ে 150 দিন করা হবে
- 22 লাখ সরকারি পদ খালি আছে, ক্ষমতায় এলে তা পূরণ করা হবে
- ইস্তাহারের দ্বিতীয় থিম বেকারত্ব
- অ্যাকাউন্টে 15 লাখ, মোদির প্রতিশ্রুতি ছিল মিথ্যা
- ইস্তাহারের প্রথম থিম ন্যায়
- দরিদ্র দূর করতে নতুন প্রকল্প
- গরিবি প্যার বার 72 হাজার
- ইস্তাহারের প্রতিশ্রুতি পালন করব
- বন্ধ ঘরে ইস্তাহার তৈরি করা হয়নি
- এই ইস্তাহারে মানুষের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়েছে
Last Updated : Apr 2, 2019, 1:45 PM IST