পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সীমান্তে চিন-ভারত চাপানউতোরে প্রধানমন্ত্রী চুপ কেন, প্রশ্ন কংগ্রেসের - কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা

চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আবার আক্রমণ কংগ্রেসের । সীমান্ত পরিস্থিতি নিয়ে মোদি সরকার চুপ কেন, তা জানতে চেয়ে টুইট করেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা ।

cong
cong

By

Published : Jun 15, 2020, 6:29 AM IST

দিল্লি, 14 জুন : চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে আবার প্রশ্ন করল কংগ্রেস । কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্ত পরিস্থিতি নিয়ে নীরব সেই নিয়েই মূলত প্রশ্ন করে কংগ্রেস । পাশাপাশি চিন জোর করে ভারতের অঞ্চল অধিকৃত করছে বলেও অভিযোগ কংগ্রেসের ।

ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে জানিয়েছিলেন, চিনের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে । ভারত এবং চিনের সেনাদের মধ্যে পরিস্থিতি শান্ত হচ্ছে ।

সেনা প্রধানের এই বক্তব্যের পরেই আজ প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা । তিনি এই বিষয়ে একটি টুইট করেন । টুইটে তিনি লেখেন, “চিন ভারতের অঞ্চল জোর করে দখল করেছে । কিন্তু মোদি সরকার সেই বিষয়ে চুপ ।”

প্রসঙ্গত, এইবারই প্রথম নয় । এর আগেও চিন-ভারত পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেছিল কংগ্রেস । প্রায় একই প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও । আজ আবারও কেন্দ্রকে আক্র্মণ করল কংগ্রেস ।

ABOUT THE AUTHOR

...view details