পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কংগ্রেসের সভাপতির দৌড়ে শিন্ডে না খাড়গে? জল্পনা রাজনৈতিক মহলে

বহু বছর পর কংগ্রেসের রাশ এ বার গান্ধি-নেহরু পরিবারের বাইরে যেতে চলেছে । পরবর্তী সভাপতি হিসেবে উঠে আসছে বর্ষীয়ান নেতা সুশীল কুমার শিন্ডে এবং মল্লিকার্জুন খাড়গের নাম ।

শীল কুমার শিন্ডে এবং মল্লিকার্জুন খাড়গের

By

Published : Jul 3, 2019, 9:43 PM IST

দিল্লি, 3 জুলাই: দু' বছরের বেশি এগোতে পারলেন না রাহুল গান্ধি। বহু বহু বছর পর কংগ্রেসের রাশ এ বার গান্ধি-নেহরু পরিবারের বাইরে যেতে চলেছে । পরবর্তী সভাপতি হিসেবে উঠে আসছে বর্ষীয়ান নেতা সুশীল কুমার শিন্ডে এবং মল্লিকার্জুন খাড়গের নাম । যদিও রাজনৈতিক মহলের ধারণা, পুরোপুরি গান্ধি পরিবারের ছায়া এড়িয়ে কংগ্রেসের পথ চলা প্রায় অসম্ভব। ফলে নতুন সভাপতি নির্বাচনও সনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা— এই তিন জনের সম্মতি ছাড়া হওয়া কোনওভাবেই সম্ভব নয়।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৭৭ বছরের সুশীল কুমার শিন্ডে দলের অন্যতম দলিত মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু অভিজ্ঞতার সাক্ষী তিনি। দল এবং সরকারে বহু গুরুদায়িত্ব সামলেছেন।সর্বোপরি গান্ধি পরিবারে তাঁর গ্রহণযোগ্যতা। ২০০২ সালে দল তাঁকে মনোনয়ন দিয়েছিল।

এ ছাড়াও মহারাষ্ট্রকে হাতের তালুর মতো চেনেন শিন্ডে। সামনেই ওই রাজ্যের বিধানসভা নির্বাচন । দল তাঁকে অত্যন্ত শ্রদ্ধাও করে।

এ দিকে, মল্লিকার্জুন খাড়গে চলতি বছরের লোকসভা নির্বাচনে হারের মুখ দেখলেও গত বছরই ষোড়শ লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন দক্ষ হাতে। দক্ষিণের রাজ্য কর্নাটকের এই নেতার বয়স ৭৬। দল-এবং সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞ। এই দু’জনের পাশাপাশি অবশ্য বিবেচনায় আরও কয়েক জনের নাম রয়েছে। তবে সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এই দু'জনই।

লোকসভা ভোটে দলের ব্যর্থতার দায় নিয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল গান্ধি । যদিও রাহুল আজ দুপুরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেও সন্ধ্যায় কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে যে আপাতত রাহুল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন ।

ABOUT THE AUTHOR

...view details