দিল্লি, 3 জুলাই: দু' বছরের বেশি এগোতে পারলেন না রাহুল গান্ধি। বহু বহু বছর পর কংগ্রেসের রাশ এ বার গান্ধি-নেহরু পরিবারের বাইরে যেতে চলেছে । পরবর্তী সভাপতি হিসেবে উঠে আসছে বর্ষীয়ান নেতা সুশীল কুমার শিন্ডে এবং মল্লিকার্জুন খাড়গের নাম । যদিও রাজনৈতিক মহলের ধারণা, পুরোপুরি গান্ধি পরিবারের ছায়া এড়িয়ে কংগ্রেসের পথ চলা প্রায় অসম্ভব। ফলে নতুন সভাপতি নির্বাচনও সনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা— এই তিন জনের সম্মতি ছাড়া হওয়া কোনওভাবেই সম্ভব নয়।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৭৭ বছরের সুশীল কুমার শিন্ডে দলের অন্যতম দলিত মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু অভিজ্ঞতার সাক্ষী তিনি। দল এবং সরকারে বহু গুরুদায়িত্ব সামলেছেন।সর্বোপরি গান্ধি পরিবারে তাঁর গ্রহণযোগ্যতা। ২০০২ সালে দল তাঁকে মনোনয়ন দিয়েছিল।