দিল্লি, 29 নভেম্বর : BJP সাংসদ প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য নিয়ে সংসদে সরব হল বিরোধীরা । ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা । তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল BJP-ও ৷ সরানো হল প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি থেকে ৷ গতকাল নাথুরাম গডসেকে দেশভক্ত বলে সংসদে উল্লেখ করেছিলেন প্রজ্ঞা ঠাকুর ।
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি বলেন, যে দলের হাজারেরও বেশি নেতা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই কংগ্রেসকে সন্ত্রাসবাদী দল বলা হচ্ছে । এটা কী হচ্ছে ? কক্ষ কি এতে নীরব থাকবে ? মহাত্মা গান্ধির হত্যাকারীকে দেশভক্ত বলা হচ্ছে ।
এরপর অধ্যক্ষ ওম বিড়লা বলেন, তাঁর মন্তব্য ইতিমধ্যেই রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে । যে বক্তব্য বাদ দেওয়া হয়েছে সেটার উপর কীভাবে বিতর্ক হতে পারে ।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, কেউ যদি নাথুরাম গডসেকে দেশভক্ত হিসেবে উল্লেখ করেন তাহলে আমাদের দল সেই বক্তব্যকে সমর্থন করে না । একই সুর শোনা গেছে BJP-র কার্যকরী সভাপতি জেপি নাড্ডার গলাতেও ।
টুইটারে রাহুল গান্ধি লেখেন , "সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে দেশভক্ত বানিয়ে দিয়েছেন ৷ ভারতীয় সংসদের ইতিহাসে দুঃখের দিন ৷"যদিও প্রজ্ঞা সিং ঠাকুর টুইটে লেখেন , "তাঁর বক্তব্যের ভুল অর্থ করা হয়েছে ৷ তিনি স্বাধীনতা সংগ্রামী উধম সিং-র কথা বলতে চেয়েছিলেন ৷"