দিল্লি, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে আজ রাজধানীর পথে নেমেছে কংগ্রেস । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব (সংশোধনী) আইন, BJP-র একনায়কতন্ত্র, বর্তমান ICU -তে থাকা অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব সহ একাধিক ইশুর প্রতিবাদে এই "ভারত বাঁচাও র্যালি"। এই মহামিছিলের নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধি, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি, মনমোহন সিং,প্রিয়াঙ্কা গান্ধি সহ অন্য কংগ্রেস নেতারা ।
- জনসভা থেকে সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি । তিনি বলেন, "প্রতিটি বাসস্টপ, সংবাদপত্রে দেখা যায় মোদি হ্যায় তো মুমকিন হ্যায় । কিন্তু প্রকৃত বিষয়টি হল BJP মানে 100 টাকা কেজি পিঁয়াজ, BJP মানে 45 বছরে সবচেয়ে বেশি বেকারত্ব, BJP মানে 4 কোটি চাকরি নষ্ট ।" তিনি আরও বলেন, "সমস্ত দেশবাসীকে বলতে চাই, আপনারা প্রতিবাদে গর্জে উঠুন । যদি দেশকে ভালোবাসেন, তাহলে তার কন্ঠ হয়ে উঠুন । আমরা যদি সরব না হই, এই পরিস্থিতিতেও ভয় ও মিথ্যার আড়ালে থেকে যাই তাহলে আমাদের সংবিধান ধ্বংস হয়ে যাবে ।"
- জনসভা থেকে সোনিয়া গান্ধি বলেন, "কখনও কখনও কোনও ব্যক্তির জীবনে, সমাজে বা দেশে এমন পরিস্থিতি তৈরি হয় যে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় । আজ সেই সময় এসে গেছে ।দেশকে বাঁচাতে কঠোর সংগ্রাম করতে হবে।"