বেঙ্গালুরু, 18 মার্চ : বেঙ্গালুরুর যে বিলাসবহুল হোটেলে মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়করা রয়েছেন বলে জানা গেছিল, আজ সকাল থেকেই সেই হোটেলের বাইরে ধরনায় বসেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ৷ ধরনার বসার কিছু সময়ের মধ্যেই তাঁকে 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করে কর্নাটক পুলিশ ৷
এদিকে মধ্যপ্রদেশের আস্থাভোট ইশুতে আজ সুপ্রিম কোর্টে শুনানি ৷ কংগ্রেস শিবিরের তরফে বলা হয়েছিল, 16 জন বিধায়ক যাঁদের ইস্তফাপত্র এখনও গ্রহণ করা হয়নি, তাঁরা বিধানসভায় না ফেরা পর্যন্ত আস্থাভোট করানো সম্ভব হচ্ছে না ৷ তাঁদের ওই হোটেলে BJP জোর করে আটকে রেখেছে বলেও সুপ্রিম কোর্টে দাবি করে কংগ্রেস ৷ আজ দিগ্বিজয় সিংয়ের গলাতেও সেই একই সুর ৷ বলেন, "আমার ব্যক্তিগতভাবে পাঁচ বিধায়কের সঙ্গে কথা হয়েছে ৷ তাঁরা জানিয়েছেন, তাঁদের হোটেলে আটকে রাখা হয়েছে ৷ তাঁদের ফোন কেড়ে নেওয়া হয়েছে ৷ প্রতিটি ঘরের সামনে পুলিশি প্রহরা রাখা হয়েছে ৷ সারাক্ষণ তাঁদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে ৷"
বেঙ্গালুরুর ওই বিলাসবহুল হোটেলের বাইরে ধরনায় উপস্থিত ছিলেন কর্নাটকের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারও ৷ দলীয় বিধায়কদের আটকে রাখার প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যে (কর্নাটক) BJP তাদের ক্ষমতার অপব্যবহার করছে ৷ উনি (দিগ্বিজয় সিং) একা নন ৷ আমিও ওঁর সঙ্গে আছি ৷ কিন্তু আমি চাই না, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাক ৷"
দিগ্বিজয় সিংয়ের অভিযোগ, তিনি ওই হোটেলে ঢুকতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয় ৷ এরপরই হোটেলের বাইরে ধরনায় বসেন তিনি ৷ ধরনায় বসার কিছুসময় পরেই তাঁকে "প্রিভেন্টিভ অ্যারেস্ট" করে কর্নাটক পুলিশ ৷ দ্বিগ্বিজয় সিংকে পুলিশ নিয়ে যাওয়ার আগে তিনি সংবাদমাধ্যমকে বলেন, "আমি জানি না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ৷ আমাকে আমার বিধায়কদের সঙ্গে দেখা করতে দেওয়া উচিত ৷ আমি সরকারও বাঁচাব, আমাদের বিধায়কদেরও ফিরিয়ে আনব ৷"
সর্বভারতীয় এক সংবাদসংস্থায় প্রকাশ, তাঁকে আম্রুতাহাল্লি থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ থানায় ডি কে শিবকুমার, সজ্জন সিং ভার্মা ও কান্তিলাল ভুরিয়াসহ একাধিক কংগ্রেস নেতাও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে ৷