বুলন্দশহর, 4 অক্টোবর : হাথরসের ঘটনায় অভিযুক্তের মুণ্ডচ্ছেদ করতে পারলে মিলবে 1 কোটি টাকা পুরস্কার । এমনই ঘোষণা করলেন বুলন্দশহরের কংগ্রেস নেতা নিজাম মালিক । তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
হাথরসের ঘটনা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হচ্ছে । হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি । তবে প্রথম দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে তাঁরা দেখা করতে পারেননি । রাস্তায় তাঁদের পুলিশ আটকে দেয় । এমনকী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয় । ঘটনার সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নিজাম মালিক । পুলিশের লাঠির ঘায়ে আহত হন তিনি । এরপরেই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, " হাথরসের ঘটনায় অভিযুক্তের মুণ্ডচ্ছেদ করতে পারলে 1 কোটি টাকা পুরস্কার দেব । " এমন ঘোষণার জন্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে ।