পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছলে-বলে কৃষকদের আন্দোলন ভাঙতে চাইছে কেন্দ্র, অভিযোগ অধীরের

কৃষকদের আন্দোলনকে ভাঙতে সবরকম চেষ্টা করছে কেন্দ্রের মোদি সরকার৷ সোমবার লোকসভায় এমনই অভিযোগ তুললেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷ তাঁর দাবি, এই আন্দোলন কেন্দ্রীয় সরকার বলপূর্বক ভাঙতে পারেনি৷ তাই এখন কেন্দ্র ছলের আশ্রয় নিচ্ছে৷

অধীর চৌধুরী
অধীর চৌধুরী

By

Published : Feb 9, 2021, 8:42 PM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : কৃষকদের আন্দোলনকে ভাঙতে সবরকম চেষ্টা করছে কেন্দ্রের মোদি সরকার৷ সোমবার লোকসভায় এমনই অভিযোগ তুললেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷ তাঁর দাবি, এই আন্দোলন কেন্দ্রীয় সরকার বলপূর্বক ভাঙতে পারেনি৷ তাই এখন কেন্দ্র ছলের আশ্রয় নিচ্ছে৷

এই আন্দোলনে শুধুমাত্র পঞ্জাবের কৃষকরা অংশগ্রহণ করেছেন, অন্য রাজ্যের কৃষকরা নেই এমন দাবি কেন্দ্রের এক মন্ত্রী করছেন বলে অধীর চৌধুরীর অভিযোগ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে কীভাবে সরকারের মন্ত্রী এমন মন্তব্য করতে পারেন? বহরমপুরের সাংসদের অভিযোগ, অন্য রাজ্যের কৃষকদের সঙ্গে পঞ্জাবের কৃষকদের ফাটল ধরাতে চাইছে কেন্দ্র৷

ছলে-বলে কৃষকদের আন্দোলন ভাঙতে চাইছে কেন্দ্র, অভিযোগ অধীরের

অধীর চৌধুরীর দাবি, এই আন্দোলনে বয়স্ক থেকে অল্প বয়স্ক সকলেই আছেন৷ এই আন্দোলন জন আন্দোলনে পরিণত হয়েছে৷ এখানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের মতের বহিঃপ্রকাশ করছেন৷

আরও পড়ুন :নেতাজি-রবীন্দ্রনাথের নাম নিলেই হবে না, তাঁদের আদর্শে চলতেও হবে; মোদিকে বললেন অধীর

তিনি এদিন দাবি করেন যে কৃষকদের আন্দোলন ঠেকাতে দিল্লির সীমানাগুলির যা অবস্থা হয়েছে, তা দেখে মনে হয় এই শহর দিল্লি নয় বরং যুদ্ধবিধ্বস্ত কাবুল, বাগদাদ কিংবা সিরিয়া, ইয়েমেনের কোনও শহর৷ তাঁর দাবি, এর ফলে সারা দুনিয়ায় ভারতের ভাবমূর্তি খারাপ হচ্ছে৷

ABOUT THE AUTHOR

...view details