পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কংগ্রেস হিন্দুদের অপমান করেছে, তাই ভয় পাচ্ছে : মোদি - bjp

রাহুল গান্ধির ওয়াইনাড়া থেকে নির্বাচনে লড়ার সমালোচনা করলেন নরেন্দ্র মোদি।

ফাইল ফোটো

By

Published : Apr 1, 2019, 4:32 PM IST

Updated : Apr 1, 2019, 6:22 PM IST

ওয়ার্ধা ( মহারাষ্ট্র), 1 এপ্রিল : "হিন্দুদের অপমান করেছে কংগ্রেস। তাই আসন্ন নির্বাচনে মানুষ তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেই কেন্দ্র থেকে ওই দলের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পাচ্ছে।" আজ ওয়ার্ধায় BJP- শিব সেনা জোটের প্রচারে এসে রাহুল গান্ধিকে কটাক্ষ করে একথা বলেন নরেন্দ্র মোদি।

ইতিমধ্যে রাহুল গান্ধি আমেঠি কেন্দ্র ছাড়াও কেরালার ওয়াইনাড়া থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ ওয়ার্ধার জনসভায় রাহুলের এই সিদ্ধান্তর সমালোচনা করেন মোদি। তিনি বলেন, "কংগ্রেস হিন্দু সন্ত্রাসবাদের কথা বলছে। "হিন্দু সন্ত্রাসবাদ" এই শব্দটি শান্তিপ্রিয় হিন্দুকে সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে। 1000 বছরের ইতিহাসে একটিও হিন্দু সন্ত্রাসবাদের ঘটনা রয়েছে কি? এমন কী ইংরেজ ইতিহাসবিদরাও হিন্দু হিংসার কথা কোথাও উল্লেখ করেননি। এই অপমানের জন্য মানুষ কোনওদিন কংগ্রেসকে ক্ষমা করবে না।"

গতকাল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়, রাহুল গান্ধি কেরালার ওয়াইনাড়া কেন্দ্র থেকে লড়ছেন। এই ঘোষণাকে কটাক্ষ করে BJP-তরফে বলা হয়, রাহুল গান্ধি তাঁর তিনবারের জেতা কেন্দ্র আমেঠি সম্পর্কে আত্মবিশ্বাসী নন। তাই আর একটি কেন্দ্র থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Last Updated : Apr 1, 2019, 6:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details